Monday, February 3, 2025
৫ফোড়ন

বেচারা সিধু

বেচারা নভজ্যোৎ সিং সিধু ! ক্রিকেট মাঠ থেকে রাজনীতির প্রাঙ্গন ঘুরে কমেডির ময়দান পার হয়ে এখন তিনি কারাগারের অন্তরালে। সিধুর অনিচ্ছাকৃত খুনের সেই মামলা, যার খবর ইতিমধ্যেই  বাজার গরম করে রেখেছে। সম্প্রতি সুপ্রিম কোর্ট সেই মামলা সংক্রান্ত বিচারে এক বছরের জেলের সাজা ঘোষণা করে অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল তাঁকে। জেলে যাওয়ার পর প্রথম রাতটি না খেয়েই কাটালেন প্রাক্তন এই ক্রিকেট তারকা। শুধু, ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত যে ওষুধগুলি সিধুকে খেতে হয়, সেগুলি খেয়েছেন তিনি। জানা গেছে, সিধুর জন্য যদি বিশেষ কোনও পথ্যের সুপারিশ চিকিৎসকেরা করে থাকেন, তবে সেগুলি জেলের ক্যান্টিন থেকে তাঁকে কিনে খাওয়ার অনুমতি দেওয়া হতে পারে। জেলে কতটা বাড়তি সুবিধা তিনি পাবেন, সে তো আইনের ব্যাপার। একদিন এর থেকে মুক্তিও পাবেন তিনি। কিন্তু তারপরেও তাঁর জীবন সেই হাসিখুশি পুরোনো ছন্দে ফিরবে তো ? ভুলতে পারবেন দুঃস্বপ্নের দিনরাত, যা এখন কাটাচ্ছেন তিনি !