‘ভাণ’ পত্রিকার ২৭তম ই-সংস্করণ
‘ভাণ’ পত্রিকা নিয়মিত প্রকাশ করে চলেছে তাদের মাসিক ই-পত্রিকা। এপ্রিলে প্রকাশিত হয়েছে ‘ভাণ’-এর ২৭তম ই-সংস্করণ। সম্পাদক গৌরাঙ্গ দন্ডপাট। এই সংখ্যার প্রচ্ছদ করেছেন সোময়েত্রী চ্যাটার্জী। ২৭তম সংখ্যায় বরাবরের মতোই স্থান পেয়েছে সিনেমা, নাটক, ওয়েব সিরিজ থেকে বাদ্যযন্ত্র বা লিটল ম্যাগাজিন প্রসঙ্গ। গত কয়েক সংখ্যা ধরেই ধারাবাহিকভাবে যাপিত নাট্য বা এশীয় থিয়েটার-কথা উঠে আসছে এই পত্রিকায়। সম্প্রতি ‘উড়ন্ত তাড়াদের ছায়া’ নাটক প্রসঙ্গে লিখেছেন দেবহূতি সরকার। গত মাসে আমরা হারিয়েছি লিটল ম্যাগাজিন আন্দোলনের প্রাণপুরুষ সন্দীপ দত্তকে। তাঁকে আরও একবার মনে করিয়ে দিয়েছেন বিতান দে। অন্যান্য প্রসঙ্গে লিখেছেন আরও একাধিক লেখক। সবমিলিয়ে ভিন্নমাত্রার এই সংখ্যা, পাঠক নিখরচায় পড়তে পারবেন একটিমাত্র ক্লিকে। ওয়েবসাইটে গিয়ে পড়া সম্ভব আগের ই-সংস্করণগুলিও। প্রয়োগ কলা ও সংস্কৃতি বিষয়ক এই পত্রিকার নিয়মিত পাঠক হতে পারবেন আপনিও।
নিচে রইল পত্রিকার লিঙ্ক — https://bhaanculture.com/index.php/2022/12/14/a5-2-2/