Tuesday, May 13, 2025
৫ফোড়ন

মনীষাই জানেন সত্যিটা

নায়িকাদের প্রতি পরিচালকদের ব্যবহার নিয়ে বলিউডে কাহিনির শেষ নেই। আদতে বিষয়টা নিছক কাহিনি কম, অভিযোগ-বিতর্ক বেশি। তেমনই এক ভয়ঙ্কর অভিযোগ-বিতর্কের কাহিনি যেন কোনও গভীর জলের অতল থেকে ভেসে উঠল সহসা। অভিযোগকারিনী একদা বহু হিট ছবির নায়িকা মনীষা কৈরালার মা। মেয়ের প্রতি যৌন নিগ্রহের মতো মারাত্মক অভিযোগের তির একসময় তিনি ছুঁড়েছিলেন বলিউডের এক ও অদ্বিতীয় শো-ম্যান সুভাষ ঘাইয়ের প্রতি। কথা হলো, যৌন নিগ্রহের মতো এতবড় একটা অভিযোগ, অথচ মনীষা আগাগোড়া চুপ রইলেন কেন ? এখানেই অনেকে প্রশ্ন তুলেছেন ও তাঁদের সিদ্ধান্ত, এটা পুরোপুরি মনীষার মায়ের অপপ্রচার। শুটিং স্পটে তাঁকে ঢুকতে দিতেন না সুভাষ। সেই রাগ ও প্রতিহিংসা থেকেই নাকি মাতাজির এহেন পদক্ষেপ। আদতে নায়িকাদের ওপর সুভাষ নিয়ন্ত্রণ রাখতেন এটা সত্যি। এটাও ঠিক বলিউডকে বহু নতুন নায়িকা উপহারও দিয়েছেন তিনি। তার মানেই তিনি তাঁদের যৌন নিগ্রহ করছেন, এটা প্রমাণিত নয়। সত্যিটা জানেন একমাত্র মনীষা। সম্ভবত, সুযোগ পাওয়ার ক্ষেত্রে মরিয়া ছিলেন তিনিও। এটাই তাঁর চুপ থাকার কারণ নয় তো ?