মহুলের ‘আইলো কনে শালুক বদনি’
পৌষ সংক্রান্তি ও মকর পরব। একাসনে টুসু ও খেঁজুর গুড়ের গন্ধে পিঠেপুলির পাঁচালি। সঙ্গে রইলো টুসুমণির গান। সম্প্রতি করোনার নতুন ভ্যারিয়েন্টের আগমন অনেকখানি ভাটা ফেলেছে বাঙালি আবেগে। তাই অনাড়ম্বরে বাড়িতে বসেই প্রথিতযশা কবি শাশ্বতী হোসেনের কথায় সুর দিলেন বাংলা লোকগানের দল ‘মহুল’-এর প্রাণপুরুষ তথা বিশিষ্ট সঙ্গীতশিল্পী পার্থ ভৌমিক। টুসু আঙ্গিকের এই গানের নাম ‘আইলো কনে শালুক বদনি’। গানটি গেয়েছেন মহুলের সদস্যা ও বিশিষ্ট সঙ্গীতশিল্পী সোনাই সেন। মূলত উকুলেলের অনুষঙ্গে গানটির মিউজিক ডিজাইন করেছেন তরুণ প্রজন্মের শিল্পী সোহম ভৌমিক।
সদ্য গানটি মুক্তি পেয়েছে ননস্টপ বিনোদন ইউটিউব চ্যানেলে। গানটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড। বর্তমান কংক্রিটের জীবনের মাঝেও যাতে শিল্পচর্চার আদি সংস্কৃতি বিলুপ্ত না হয়ে পড়ে, খুব সহজেই যাতে মানুষের কাছে লোকসুর ও লোকশিল্পকে পৌঁছে দেওয়া যায়, মূলত সেই ভাবনা থেকেই এহেন ঘরোয়া আয়োজন মহুলের।