মা প্রিয়াঙ্কা
মাতৃত্বের চেয়ে বড় আনন্দময় অভিজ্ঞতা আর কিছু হতে পারে না –সম্প্রতি মেয়েকে সঙ্গে নিয়ে ছবি শেয়ার করে এমনটাই বলেছেন দেশি গার্ল। আদতে দেশি গার্ল ও অন্যান্য হট তকমা ছেড়ে পুরো মাত্রায় নিজের মাতৃত্বের সুখ উপভোগ করছেন বলিউডের আন্তর্জাতিক খ্যাত তারকা প্রিয়াঙ্কা চোপড়া। মিস ইউনিভার্স থেকে বলিউড হয়ে হলিউডে পা রাখা, নিক জোনাসকে বিয়ে ও বাচ্চার মা হওয়া, প্রিয়াঙ্কা বরাবর তর্কে-বিতর্কে বাজার গরম করে রেখেছেন। এই মুহূর্তে অবশ্য সেই সব গরম হাওয়া দূরে সরিয়ে কন্যা মল্টির সঙ্গে ভাবাবেগে ভাসমান তিনি। আসলে যে যত বড় তারকাই হোন না কেন, মা তো মা-ই !