মুক্তি পেল ‘শেষ প্রেম’
‘আমার আমি’ ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘শেষ প্রেম’। এ.আর. ফিল্মসের প্রযোজনায়, রানা ভট্টাচার্য্যের কাহিনি অবলম্বনে নির্মিত এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা দিব্যেন্দু সেনগুপ্ত। ছবির শুরুতেই সাম্প্রতিক কোভিড পরিস্থিতি সম্পর্কে সচেতনতার বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি, এই প্রেক্ষিতেই মানুষের কর্মহীন হয়ে যাওয়ার মতো গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়টির ওপরেও আলোকপাত করা হয়েছে। মধ্যবিত্ত জীবনের রোজনামচা এই ছবির মূল উপজীব্য। প্রসঙ্গত, চলতি সপ্তাহে ‘আমার আমি’ চ্যানেলে অনুষ্ঠিত ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’ শিরোনামের সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানে পরিচালক আশিস রায় এবং অভিনেতা দিব্যেন্দু সেনগুপ্ত ছবিটি সম্পর্কে দর্শকদের বেশকিছু তথ্য দেন। দিব্যেন্দু দর্শককে ছবিটি দেখার অনুরোধও জানান। কাহিনি, ভাবনা, অভিনয় দক্ষতা এবং দৃশ্যায়ন দর্শকদের মন ছুঁয়েছে। সর্বোপরি সমসাময়িক সমাজ ও পরিস্থিতির দর্পণ হিসেবে ‘শেষ প্রেম’ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।