‘মেয়েবেলা’-র ভিন্নস্বাদের গল্প স্টার জলসায়
আকারে ছোট হলেও বিনোদন ক্ষেত্রে টেলিভিশনের গুরুত্ব আজ অসীম। মেগা থেকে রিয়ালিটি, গেম শো থেকে ম্যাগাজিন–টিভি শোয়ের চাহিদা ছিল, আছে, থাকবে। এই বিভাগে তারই খবর প্রতি সপ্তাহে। স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক ‘মেয়েবেলা’। লিখেছেন রামিজ আলি আহমেদ।
দক্ষিণ কলকাতার সাধারণ মধ্যবিত্ত মিত্র পরিবার। একান্নবর্তী এই পরিবারের মানুষগুলির রোজকার ভালবাসা, খুনসুটি, ঝগড়ার গল্প নিয়ে এসেছে ‘মেয়েবেলা’। স্টার জলসার এই ধারাবাহিকের ক্ষেত্রে সবচেয়ে বড় খবর হলো, এর মাধ্যমেই দীর্ঘদিন পর অভিনয়ে প্রত্যাবর্তন ঘটছে অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের। সকলেই জানেন রাজনীতির কারণে তিনি গত বেশ কয়েক বছর অভিনয়ের বাইরে ছিলেন। রূপার মতো এক শক্তিশালী অভিনেত্রীকে ফিরে পাওয়ার খবরে তাই সকলেই খুশি। সম্প্রতি ধারাবাহিকের আনুষ্ঠানিক ঘোষণা উপলক্ষে কলকাতার দাসানি স্টুডিও ইউনিট ১-এ আয়োজিত সাংবাদিক সম্মেলনে স্পষ্টতই উপলব্ধ হলো বিষয়টি।
পরিবারের মেজ বউয়ের চরিত্রে অভিনয় করেছেন রূপা। একদা দূরদর্শনে ‘মহাভারত’-এ দ্রৌপদীর ভূমিকায় অভিনয় করে আপামর বাঙালি তথা হিন্দি টিভি দর্শকের মন জয় করে নিয়েছিলেন তিনি। এরপর আরও নানা বাংলা ও হিন্দি ধারাবাহিকে অভিনয় করেন রূপা। এরপর বড় পর্দাতেও নিজের ব্যতিক্রমী অভিনয় প্রতিভার স্বাক্ষর রাখেন তিনি। ‘মেয়েবেলা’ ধারাবাহিকে রূপার চরিত্রের নাম বীথিকা, যে কিনা বিয়ের পর পরিস্থিতির চাপে অনেকটাই পাল্টে গেছে। বিয়ে মানেই তো নানা সমঝোতা, যোগবিয়োগের অঙ্ক। একান্নবর্তী পরিবারে তো আরও বেশি! তবে, তার মধ্যেও নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে বীথিকা। মেয়েদের বেঁচে থাকার এক ভিন্নস্বাদের গল্প নিয়ে আসতে চলেছে এই ধারাবাহিক।
বাড়ির দু’টি তলার একতলায় থাকে ভাড়াটে ভাদুড়ি পরিবার। মিত্র পরিবার থাকে উপরের তলায়। দুই পরিবারের কথা মিলেই তৈরি হচ্ছে গল্প। গল্পে আমরা দেখবো, বীথিকার বড় ছেলে নির্ঝরের বউ হয়ে আসে মোহনা, ভাড়াটের পরিবারের এক সদস্য সে। নিজের মাসি-মেসোর সঙ্গে সেই বাড়ির একতলায় থাকতো মোহনা। ছোট থেকেই বীথিকাকে দেখেছে সে। তাই এমনিতেই একটা টান অনুভব করত। বীথিকা তাকে পছন্দ না করলেও সে বারবার শাশুড়িকে কাছে টানার চেষ্টা করে। সমাজ বলে, ‘মেয়েরাই মেয়েদের শত্রু’–এই প্রবাদ মিথ্যে করার প্রয়াস থাকবে এই গল্পে। এক ছাদের তলায় লড়াই করতে করতে আপাতদৃষ্টিতে দেখা না গেলেও, মেয়েরা একজোট হয়েই থাকে, পাশে দাঁড়ায় একে অপরের।
মোহনার চরিত্রে দেখা যাবে স্বীকৃতি মজুমদারকে। এর আগে স্বীকৃতি ‘খেলাঘর’ ধারাবাহিকে পূর্ণার চরিত্রে দর্শক হৃদয় জয় করেছিলেন। নির্ঝরের চরিত্রে অভিনয় করছেন অর্পণ ঘোষাল। অর্পণ থিয়েটারের বেশ জনপ্রিয় অভিনেতা। ধারাবাহিকের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চিত্রা সেন, দেবপর্ণা পাল চৌধুরী, শুভ্রজিৎ দত্ত, শ্রেয়া ভট্টাচার্য, মিমি দত্ত প্রমুখ।
‘মেয়েবেলা’র প্রযোজনায় আছে সুরিন্দর ফিল্মস। এর আগে ‘কিরণমালা’ ,’এখানে আকাশ নীল’, ‘মহাপীঠ তারাপীঠ’-এর মতো জনপ্রিয় ধারাবাহিক প্রযোজনা করেছে সুরিন্দর ফিল্মস। এই ধারাবাহিক নিয়েও দর্শকদের মধ্যে একটা প্রত্যাশা তৈরি হয়েছে তাই। আগামী ২৩ জানুয়ারি থেকে স্টার জলসায় শুরু হচ্ছে ‘মেয়েবেলা’। দেখানো হবে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টায়।