Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

রাজ বর্মণের নতুন সিঙ্গলস

মুক্তি পেয়েছে রাজ বর্মনের নতুন সিঙ্গলস ‘যব বরসাতা হ্যায় বাদল’। প্রেম ও বৃষ্টিকে ঘিরে পল্লবিত এই গানে নস্টালজিয়া ও রোমান্স মিলেমিশে একাকার। গানের আবেদন অনায়াসেই বিশেষ মানুষটির কথা মনে করিয়ে দেবে। গানটির কথা লিখেছেন মাহি ও নুহি খান। মিউজিক কম্পোজ করেছেন রশিদ খান। মিউজিক ভিডিওটির নির্দেশনায় আছেন বিক্রম সিং‌। ডিওপি ও প্রযোজক যথাক্রমে ইমরান ধানসে ও প্রিয়াঙ্কা দত্ত। গানের কনসেপ্ট ও সহ প্রযোজনা অমিত ভার্গব ও মোহিত দিগম্বর। মিউজিক লেবেলিং করেছে রংতাল ষ্টুডিও। সঙ্গীতের চর্চায় কুমার শানুকেই বরাবর আইডল মেনেছেন রাজ। তাই তিনি গুণমানযুক্ত কাজেই বিশ্বাস করেন। প্রসঙ্গত তিনি বলেন, “গানটির লিরিক দেখার পরই তা মন ছুঁয়েছিল। অনুভূতিগুলো শব্দের এক মধুর ছন্দে বোনা রয়েছে। আমি আশা রাখি আমার সকল শ্রোতাবন্ধু গানটির এই মাধুর্য্য বুঝবেন এবং সবার ভালো লাগবে।”