Monday, February 3, 2025
৫ফোড়ন

লক্ষ্মী ছেলে উজান

লক্ষ্মী ছেলেই বটে ! সগৌরবে মুক্তির ৭৫ দিন পার করলো কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘লক্ষ্মী ছেলে’, যার মুখ্য ভূমিকায় অবতীর্ণ কৌশিক-চুর্ণী পুত্র উজান। বাবা মায়ের প্রতিভার স্ফুরণ তো বটেই, মানুষ হিসেবেও উজান খুব তাড়াতাড়ি টলিউডের দিল জিতে নিয়েছেন। সম্প্রতি ছবির সাফল্যে আবেগাপ্লুত উজান নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, আমাদের ছবি প্রেক্ষাগৃহে চলছে ৭৫ দিন ধরে। লক্ষ্মী ছেলে আর লক্ষ্মী মেয়েরা এখনও বেঁচে আছে, শ্বাস নিচ্ছে, স্বপ্ন দেখছে। জীবন বাঁচাতে সবসময় প্রস্তুত তাঁরা। উজানের পোস্টে সাড়া দিয়েছেন সাধারণ দর্শক থেকে বাংলা বিনোদন দুনিয়ার সকলেই। ‘রসগোল্লা’ ছবিতে বাংলা সিনেমা জগতে প্রবেশ। কয়েক বছরের বিরতির পর ‘লক্ষ্মী ছেলে’ হয়ে ফেরা। আর ফিরেই বাজিমাত উজানের। গত আগস্টে মুক্তিপ্রাপ্ত এই ছবি সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে।