Monday, February 3, 2025
৫ফোড়ন

লম্বা রেসে এগিয়ে যীশু

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যখন কেরিয়ার শুরু করেন তিনি, তখন তাঁকে নিছক হ্যান্ডসাম একজন অভিনেতার বেশি জায়গা দেয়নি কেউ। আর যাই হোক, তাঁকে এমন লম্বা রেসের ঘোড়া তো কেউই ভাবেনি ! লোকজনের যাবতীয় গণনা মিথ্যে প্রমাণ করে যীশু সেনগুপ্ত এখন শুধু টলিউড নয়, বলিউড থেকে দক্ষিণে দাপটের সঙ্গে কাজ করছেন। সাম্প্রতিক সময়ে যীশু বিশেষভাবে আবার আলোচনায় গুণশেখর পরিচালিত ‘শকুন্তলম’ ছবিতে অভিনয়ের সূত্রে। এই ছবিতে দেবতা ইন্দ্রের চরিত্রে দেখা যাবে যীশুকে। প্রসঙ্গত, তেলেগু, তামিল, কন্নড়, মালয়ালম, হিন্দি–বিভিন্ন ভাষায় এই ছবিটি মুক্তি পাবে। চলতি বাংলা নববর্ষেই ‘শকুন্তলম’-এর হাত ধরে প্রেক্ষাগৃহে আসবেন ইন্দ্ররূপী যীশু। তাঁকে আমাদের শুভেচ্ছা।