লাইট-ক্যামেরা-একশন
বিনোদন আজকের সংবাদ মাধ্যমের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আগামী ৮ নভেম্বর সন্ধ্যায় তাই নিয়েই এক জমজমাট আড্ডা। অনুষ্ঠানের শিরোনাম ‘বিনোদন ও সংবাদ মাধ্যম’। অতিথি সাংবাদিক অতনু রায় ও রেডিও উপস্থাপক উমা মৈত্র। গত ১ নভেম্বর এই আসরে উপস্থিত ছিলেন ‘প্রিয় চিনার পাতা ইতি সেগুন’-এর প্রযোজক পিয়ালী চৌধুরী এবং দুই মুখ্য অভিনেতা পিয়ালী সামন্ত ও ক্যাপ্টেন আরমান। ছবি নিয়ে দারুন সব অভিজ্ঞতা জানালেন তাঁরা। পরিচালক কুমার চৌধুরীর এই ছবি ইতিমধ্যেই জাতীয় ও আন্তর্জাতিক স্তরে প্রবলভাবে স্বীকৃত। বহু কষ্ট করে কুমার ও পিয়ালী এই ছবি তৈরির স্বপ্ন সফল করেছেন। দর্শক তাঁদের কষ্টের মূল্য দিয়েছেন। তবে, এখানকার সিনেমা ডিস্ট্রিবিউশন চ্যানেল যদি একইভাবে ভালো ছবির কদর করতো, তাহলে আরও বেশি সংখ্যক মানুষ ‘প্রিয় চিনার পাতা ইতি সেগুন’ দেখতে পেত। তবে, আক্ষেপ নিয়ে বসে থাকেননি কুমাররা, পরের ছবির কাজ শুরু করে দিয়েছেন। প্রত্যাশা, সেই ছবিও একটি ব্যতিক্রমী প্রযোজনা রূপে স্বীকৃত হবে। ‘আমার আমি’ চ্যানেলে প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৭টায় আপনারা দেখছেন লাইভ অনলাইন অনুষ্ঠান লাইট-ক্যামেরা-একশন। সিনেমা, টিভি, মঞ্চ ও রেডিও–বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষজনের সঙ্গে জমে ওঠে আড্ডা। নতুন বাংলা ছবি, স্বল্পদৈর্ঘ্যের ছবির সেরা ঠিকানা ‘আমার আমি’। ‘আমার আমি’ সাবস্ক্রাইব করুন আর নতুন বাংলা ছবি, নতুন পরিচালক, অভিনেতা ও শিল্পীদের উৎসাহিত করুন।