Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

শুরু হয়ে গেলো ‘মেলোডি প্লাস ফোক সিঙ্গিং ষ্টার,২০২১’

বাংলার লোকসঙ্গীত নিয়ে গত ১লা সেপ্টেম্বর, ২০২১ থেকে শুরু হয়েছে একটি অনলাইন লোকগানের প্রতিযোগিতা ‘মেলোডি প্লাস ফোক সিঙ্গিং ষ্টার,২০২১’ । এই প্রতিযোগিতাটি আয়োজন করেছেন বাংলা লোকগানের দল মহুল ব্যান্ড। প্রতিযোগিতাটি স্পনসর করছে ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড। আর এই প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করবে Salud Vida Bare এবং Soft Kiss। এই প্রতিযোগিতায় কোনো প্রবেশ মূল্য ও বয়সসীমা নেই। প্রতিযোগিতার সময়সীমা ১লা সেপ্টেম্বর, ২০২১ থেকে ১৫ই সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী ‘নন স্টপ বিনোদন ইউটিউব চ্যানেল’- এ ‘মেলোডি প্লাস ফোক সিঙ্গিং ষ্টার,২০২১’ প্লেলিস্ট এ তিনটি লোকগীতির কারাওকে ট্র্যাক দেওয়া থাকবে। ওই নির্দিষ্ট কারাওকে ট্র্যাক গুলির মধ্যে থেকে যেকোনো একটি ট্র্যাক বেছে নিয়ে প্রতিযোগীকে ট্র্যাকটির সাথে গান গেয়ে গানটির একটি ভিডিও করে পাঠাতে হবে। সেরা ভিডিও গুলির মধ্যে থেকে বেছে নেওয়া হবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিজয়ীকে। সেরার সেরা প্রতিযোগীর জন্য থাকবে বিশেষ আকর্ষণীয় পুরষ্কার। এছাড়াও বিচারকমন্ডলীর বিচারে সেরা শিল্পীদের গানের ভিডিওগুলি প্রকাশ করা হবে ‘নন স্টপ বিনোদন ইউটিউব চ্যানেল’- এ । ইতিমধ্যে অনেক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছেন বলে জানা গেছে মহুলের পক্ষ থেকে। বাংলার মাটির সুরের লোকগান নিয়ে মহুলের এরকম ধরনের অনলাইন লোকসঙ্গীত প্রতিযোগিতার আয়োজন বেশ অভিনব এক প্রচেষ্টা ।

নিচে ‘নন স্টপ বিনোদন ইউটিউব চ্যানেল’- এর ‘মেলোডি প্লাস ফোক সিঙ্গিং ষ্টার,২০২১’ প্লেলিস্ট এর লিংক দেওয়া হল :