শ্রাবন্তী বিবাহকথা
লোকজনের প্রেম ও সম্পর্ক নিয়ে রটনা। শ্রাবন্তীর বিয়ে নিয়ে। শ্রাবন্তী খুবই প্রতিভাময়ী একজন অভিনেত্রী। কিন্তু তাঁর অভিনয়ের খবর যত না, বিয়ে আর বিয়ে ভাঙার খবর অধিকাংশ সময় বিনোদন সংবাদের শীর্ষে থাকে। কোথাও কী অস্তিত্বের সংকটে ভোগেন তিনি ? গত পুরো বছরটায় যেভাবে খবরে ছিলেন তিনি, তাতে তো একথাই মনে হয়। রোশন সিং-এর সঙ্গে তৃতীয় বিয়ে ভাঙন ও ডিভোর্সের মামলা। সঙ্গে নতুন প্রেমের কাহিনী। এরপর শ্রাবন্তীর রাজনৈতিক কেরিয়ার–ভোটের আগে বিজেপিতে যোগ দিলেন তিনি। ভোটে হেরে রাতারাতি ভোল পালটে আবার রাজ্যের শাসকদলের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা। এরই মধ্যে আবার তাঁর চতুর্থ বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায়। ও হরি, এ তো শুটিংয়ের ছবি। লাল বেনারসি, অঙ্গে সোনার অলংকার–অন্যান্য অনুষঙ্গের সঙ্গে সিঁথিতেও লাল সিঁদুর। কার্যকারণ যা-ই হোক, শুটিং-বিয়ের সূত্রেই আবার শ্রাবন্তীর বিয়ে-কথা খবরের বাজারে।