সিনেমার গুরু তিনি
ভারতীয় সিনেমার অন্যতম সেরা পরিচালক ও অভিনেতা তিনি। এছাড়াও তিনি একজন লেখক, প্রযোজক ও কোরিওগ্রাফার। জন্ম ৯ই জুলাই ১৯২৫, মৃত্যু ১০ই অক্টোবর ১৯৬৪। পিতৃদত্ত নাম বসন্থ কুমার শিবশঙ্কর পাড়ুকোন নামে অবশ্য কেউ তাঁকে চেনে না। তাঁর খ্যাতি গুরু দত্ত নামেই। পিয়াসা, কাগজ কে ফুল, চৌধভিন কা চাঁদ, কালা বাজার, সাহেব বিবি আউর গোলাম ইত্যাদি অতুলনীয় ছবিতে ছড়িয়ে রয়েছে গুরু দত্তের সৃষ্টির নানা সম্ভার। মাত্র ৩৯ বছর বয়সে প্রয়াত হন তিনি। জীবৎকালের স্বল্প সময়ের মধ্যেই নিজের চূড়ান্ত প্রতিভা, মেধা, কর্ম কুশলতার পরিচয় দেন গুরু দত্ত। গত ১৩ জুন ‘সাহিত্য ও সিনেমা’ বিভাগে আয়োজিত হয় ‘সিনেমার গুরু’। বক্তা ছিলেন লেখক, পরিচালক ও অভিনেতা রাজাদিত্য ব্যানার্জি। তাঁর গভীর ও সূক্ষ বিশ্লেষণে মনোজ্ঞ হয়ে ওঠে অনুষ্ঠানটি। সাহিত্য ও সিনেমার নিবিড় সম্পর্ক যেমন প্রমাণিত সত্য, তেমনই দুটি সৃজনের ভাষা যে পৃথক, সেটাও আজ উপলব্ধ। এইসবই পুঙ্খানপুঙ্খভাবে উঠে আসছে ‘আমার আমি’ ইউটিউব চ্যানেলে, ‘সাহিত্য ও সিনেমা’ বিভাগে, প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৭টায়। নতুন বাংলা ছবি, স্বল্পদৈর্ঘ্যের ছবির সেরা ঠিকানা ‘আমার আমি’। ‘আমার আমি’ সাবস্ক্রাইব করুন আর নতুন বাংলা ছবি, নতুন পরিচালক, অভিনেতা ও সংগীতশিল্পীদের উৎসাহিত করুন।