সিনেমা নিয়ে নানারকম
প্রখ্যাত লেখক-সাংবাদিক কমলেন্দু সরকারের লেখা বই ‘সিনেমা নিয়ে নানারকম’ প্রকাশিত হতে চলেছে শিগগিরই। প্রকাশক সিমিকা পাবলিশার্স। সম্প্রতি প্রকাশিত হলো বইটির প্রচ্ছদ। এই উপলক্ষে গোটা টিমের তরফ থেকে ধন্যবাদ জানানো হয় প্রচ্ছদশিল্পী দেবাশিস সাহাকে। বইয়ের লেখককেও অভিনন্দন জানানো হয়। হার্ডবাউন্ড বাইন্ডিং বইটির মুদ্রিত মূল্য ৩৫০ টাকা। বইটির প্রি-বুকিং শুরু হয়েছে। প্রি-বুক করলে মাত্র ২৬০ টাকায় (কুরিয়ার চার্জ পৃথক) পাওয়া যাবে বইটি। যোগাযোগ সিমিকা পাবলিশার্স।