সুরে সুরে বিশ্বকবি কে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন…..
২২শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। আর এই প্রয়াণ দিবসে বিশ্বকবিকে শ্রদ্ধাঞ্জলি জানান সমস্ত শিল্পীরাই তাঁদের শিল্পকলার মাধ্যমে । কেউ বা কবি গুরুরই লেখা গান গেয়ে, আবার কেউ বা তাঁরই গানের সাথে নৃত্য পরিবেশন করে আবার কেউ বা বাদ্যযন্ত্রের মাধ্যমে রবিঠাকুরের গানের সুরেই তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানান।
এই বছরও অতিমারীর প্রকোপ সত্ত্বেও রবিঠাকুরকে শ্রদ্ধা জ্ঞাপন করতে কেউ পিছপা হন নি। আর ঠিক তার জন্যই রবি ঠাকুরকে শ্রদ্ধা জানালেন বাদ্যযন্ত্র শিল্পী সাত্যকি চট্টোপাধ্যায় ও রজিত ভট্টাচার্য তাঁদের বাদ্যযন্ত্রের মাধ্যমে। কবিগুরুরই গান ‘ আমার পরান যাহা চায় ‘ এই গানটি বাদ্যযন্ত্রের সুরের মূর্ছনায় শ্রোতাদের কাছে শ্রুতিমধুর হয়ে উঠেছে। ম্যান্ডোলিন বাজিয়েছেন রজিত ভট্টাচার্য এবং তবলা ও পাৰ্কশন বাজিয়েছেন সাত্যকি চট্টোপাধ্যায়। সঙ্গে দর্শকদের হৃদয়গ্রাহী করে তোলার জন্য এটির চিত্রায়ণও করেছেন সাত্যকি চট্টোপাধ্যায় নিজেই। ২২শে শ্রাবণ উপলক্ষে সম্প্রতি এই ভিডিওটি প্রকাশিত হয়েছে একটি মিউজিক লেবেলের ইউটিউব চ্যানেল থেকে । গানটি ইউ টিউব চ্যানেলে আপলোড করা হয়েছে, ঠিক তার পাশাপাশি সমস্ত ডিজিটাল স্টোর এও পাওয়া যাবে গানটি।
গানটি শোনার জন্য নিম্নোক্ত লিংকটিতে ক্লিক করুন :