Wednesday, March 12, 2025
কৃষ্টি-Culture

স্নিতার কন্ঠে বুল্লেল শাহ-র পাঞ্জাবী সুফিগান ‘আল্লাহ হু’

আবদুল্লাহ শাহ কাদরী ওরফে বুল্লেহ শাহ। আনুমানিক ১৬৮০ খ্রিস্টাব্দ নাগাদ ভারতবর্ষের পাঞ্জাব প্রদেশে তাঁর জন্ম। তিনি ছিলেন সুফি মার্গের লোকনিন্দিত চারণকবি। লালন শাহের মত তিনিও ধর্মভিত্তিক ভেদাভেদ পছন্দ করতেন না। বেশকিছু সাম্প্রদায়িক দাঙ্গা মেটানোর জন্য তিনি প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করেন। তাঁর সৃষ্টিতেও বুঝেছিলেন সম্প্রীতির ভাষা। তাঁর রচিত কবিতা প্রকরণ ‘কাফি’ নামে পরিচিত যা আজও সমাদৃত।

বাংলার তরুণ প্রজন্মের শিল্পী স্নিতা প্রামাণিক এবার শ্রোতা বন্ধুদের উপহার দিলেন বুল্লেহ শাহ-র অমোঘ সৃষ্টি। শোনালেন ‘আল্লাহ হু’। বাংলাভাষী হয়েও ভিনরাজ্যের ভাষায় গান গাওয়ার দক্ষতা আয়ত্ত করার পর্দাপৃষ্ঠে রয়েছে গভীর অধ্যবসায়। নানান চড়াই উৎরাই পেরিয়ে চালিয়ে গিয়েছেন সুরসাধনা। সঙ্গীতচর্চার শুরুটা ক্ল্যাসিক্যাল দিয়ে হলেও পড়াশোনা রবীন্দ্রসঙ্গীত নিয়ে। পরবর্তীকালে কালিকাপ্রসাদ ভট্টাচার্যের উৎসাহে লোকসঙ্গীত সাধনা শুরু করেন। জি বাংলার জনপ্রিয় মিউজিক রিয়েলিটি শো সা রে গা মা পা -র অত্যন্ত জনপ্রিয় প্রতিযোগী ছিলেন তিনি। বর্তমানেও লোকসঙ্গীত নিয়েই চর্চা চালিয়ে যাচ্ছেন গায়িকা। যার পরিমার্জিত ফসল ‘আল্লা হু’।

বাঙালিরা থেমে থাকে না। সহজাত ভাষার গণ্ডি পেরিয়ে ভিনরাজ্যের ভাষায় গান গেয়েছেন স্বচ্ছন্দের সাথে। অপূর্ব গায়কী দিয়ে বুনেছেন জীবনদর্শনের এই গান। বুল্লেল শাহের সুফি আঙ্গিকের এই গানটিতে যেন নতুনভাবে প্রাণ দিয়েছেন স্নিতা প্রামাণিক । সঙ্গীত আয়োজন করেছেন শুভাশীষ চৌধুরী। গত ৯ ই আগস্ট ওটিটি মিউজিক লিরিক্যাল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি। অভূতপূর্ব সাড়া শ্রোতামহল থেকে। ইউটিউব এর পাশাপাশি একাধিক ডিজিটাল স্টোর যেমন Spotify, JioSaavn, Itunes, Amazon Music, Gaana, Wynk Music -এও শোনা যাচ্ছে এই গান। সমগ্র ডিজিটাল ডিস্ট্রিবিউশন-এর দায়িত্বভার সামলেছে ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড