Monday, February 3, 2025
৫ফোড়ন

স্নেহময় বচ্চন

ছেলের জন্য বাবা-মায়েরা কত কী করেন ! আর এই ব্যাপারে মহা মহা তারকারাও যে কিছু কম যান না, তাঁর প্রমাণ স্বয়ং অমিতাভ বচ্চন। ছেলে অভিষেকের জন্য সম্প্রতি সেই দায়িত্ব থেকেই মাঠে থুড়ি মিডিয়ার দরবারে নেমেছেন বলিউডের শাহেনশা বিগ বচ্চন। এ ব্যাপারে বচ্চন সাব এতটাই স্নেহাক্রান্ত যে ছেলেকে নিজের সমকক্ষ বলতেও বাঁধছে না তাঁর। অভিষেক তাঁর নিজের মতো করেই তো ইন্ডাস্ট্রিতে আছেন। সুযোগ পেয়েছেন, নিজেকে প্রমাণও করেছেন। তাই বলে, অমিতজি যদি নিজের সঙ্গে ছেলের তুলনা টানেন, তাতে তো দুজনেই ছোট হলেন ! সম্ভবত, এটা অর্থাৎ আত্মজনের প্রশংসা বচ্চনদের পারিবারিক সংস্কৃতি। এর আগে পুত্রবধূ ঐশ্চর্যকে তুলনায় ‘গুণী’ প্রমাণ করতে সাসুমা জয়া বচ্চন রানি মুখার্জিকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছিলেন এক টক শো-তে। স্নেহ সত্যিই বড় বিষম বস্তু।