Monday, February 3, 2025
৫ফোড়ন

হিটলার সাসুমা ইন্দ্রানী

সিনেমা ও টিভিতে নানা ধরণের চরিত্রে এ যাবৎকাল অভিনয় করেছেন তিনি। শুধু বাংলা নয়, হিন্দি ধারাবাহিকেও দাপটের সঙ্গে কাজ করেছেন। বারবার প্রমান করেছেন নিজের অপরিহার্যতা। এহেন ইন্দ্রানী হালদার এবার ‘হিটলার’ শ্বাশুড়ি। খেতাবেই মালুম হচ্ছে যথেষ্ট দজ্জাল ইনি। ভেঙ্কটেশ ফিল্ম-এর ব্যানারে সম্প্রতি শুরু হলো ‘কুলের আচার’ ছবির শুটিং। এই ছবিতে মিঠি অর্থাৎ বাংলা টিভির অত্যন্ত জনপ্রিয় তারকা মধুমিতার সাসুমা হয়েছেন ইন্দ্রানী। সচরাচর পজিটিভ চরিত্রেই দেখেছি আমরা ইন্দ্রানীকে। এখানে তিনি বেশ অন্য এক অবতারে। ছবিতে তাঁর বিপরীতে আছেন নীল সুজন মুখোপাধ্যায়। হিটলার ইন্দ্রানী বনাম মিঠি মধুমিতা, শ্বশুর নীল, মিঠির স্বামীর ভূমিকায় বিক্রম–সব মিলিয়ে ‘কুলের আচার’ যে বেশ মুখরোচক হবে, সেটা বোঝাই যাচ্ছে।