Monday, February 3, 2025
৫ফোড়ন

হৃতিকের ‘ফাইটার’ বনাম প্রভাসের ‘সালার’

মুক্তির তারিখ নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছিল। একদিকে হৃতিক-দীপিকা অভিনীত ‘ফাইটার’, অন্যদিকে শাহরুখ-দীপিকার ‘পাঠান’। বাহুবলী প্রভাসের আপকামিং ছবি ‘সালার’-এর মুক্তির তারিখ পিছিয়ে গেল এই নিরিখেই। এই ছবি নিয়ে প্রভাসের ভক্তকুলের মধ্যে আগ্রহের পারদ যথেষ্ট উর্দ্ধমুখী। প্রভাস এই ছবিতে এমন এক অবতারে, যা এর আগে দেখেননি তাঁর ভক্তরা–যাকে বলে মোস্ট ফেরোশাস, র এবং ম্যাসি। আদ্যন্ত হাই ভোল্টেজ একশন ছবি ‘সালার’ দেখা যাবে ৫টি ভাষায়। দেশের ৭৫তম স্বাধীনতা দিবসে ছবির এক নতুন পোস্টার মুক্তি পায়। সেই পোস্টার মুক্তি উপলক্ষেই জানানো হয় মুক্তির নতুন তারিখ। আগামী বছর অর্থাৎ ২০২৩-এর গান্ধী জয়ন্তী সপ্তাহে মুক্তি পাবে প্রভাসের ‘সালার’। প্রসঙ্গত,’সালার’-এর নতুন মুক্তি শিডিউলের ফলে ‘পাঠান’-এর সঙ্গে টক্কর এড়ানো গেলেও ‘ফাইটার’-এর সঙ্গে ফাইটিং থেকেই গেল। এখনও পর্যন্ত যা ঠিক হয়ে আছে, ‘ফাইটার’-ও মুক্তি পাচ্ছে একই সময়ে।