Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

১২৩ তম নজরুলজয়ন্তীতে নন-স্টপ বিনোদনের বিশেষ নিবেদন

প্রাক নজরুল সন্ধ্যায় নন-স্টপ বিনোদন ইউটিউব চ্যানেলে প্রকাশিত হল কবির সাম্য-মৈত্রী-স্বাধীনতার বাণী সম্বলিত ১০ টি গানের সমাহার। ১২৩ তম নজরুলজয়ন্তীতে বিদ্রোহী কবির গানেই তাঁকে শ্রদ্ধা নিবেদন করা হল। সমবেত সঙ্গীতের পাশাপাশি রয়েছে একক সঙ্গীত-ও। বিশিষ্ট শিল্পীবৃন্দের কন্ঠে অনুরণিত “দূর্গম গিরি কান্তার মরু”, “মোরা ঝঞ্ঝার মত উদ্দাম”, “কারার ওই লৌহ কপাট” সহ আরো একাধিক দেশাত্মবোধক গান। ও. টি. টি. সলিউশন এর তত্ত্বাবধানে প্রকাশিত হল এই বিশেষ সমাহার।

শোনার জন্য অবশ্যই ক্লিক করুন নিম্নোক্ত লিংকটিতে।