Monday, February 3, 2025
বিনোদন প্লাস স্পেশাললাইম-Light

অক্ষয়ের জুতোয় কার্তিকের পা

ভুল ভুলাইয়া ২

লিখেছেন অজন্তা সিনহা

অবশেষে নানা চড়াই-উতরাই পার করে আলোর মুখ দেখলো কার্তিক আরিয়ান, কিয়ারা আডবাণী অভিনীত ‘ভুল ভুলাইয়া ২’ ! আজই মুক্তি পেল এই ছবি। অভিনয়ে এছাড়াও আছেন টাবু, রাজপাল যাদব প্রমুখ। পরিচালক প্রিয়দর্শনের ২০১৭-র বাম্পার হিট সুপার ন্যাচারাল হরর কমেডি ‘ভুল ভুলাইয়া’-র সিকোয়েল বানাচ্ছেন আনিস বাজমি, এ খবর বাজারে আসা মাত্রই আম জনতা কিছুটা তাচ্ছিল্যভরেই বিষয়টি হজম করেন। কোথায় হেরা ফেরি ১ ও ২, হালচাল, হাঙ্গামা ইত্যাদি এবং অবশ্যই ‘ভুল ভুলাইয়া’-র মতো ধারাবাহিক সফল ছবির পরিচালক প্রিয়দর্শন আর কোথায় আনিস বাজমি। আনিস হিট ছবি বানাননি, এমনটা কেউ বলছে না। তবে, ওই যে, ক্লাস বলে একটা জিনিষ আছে না ? পার্থক্যটা আসলে সেখানেই হয়ে যায়। টি সিরিজ ফিল্মস-এর ব্যানারে ভূষণ কুমার ও কৃষাণ কুমার ‘ভুল ভুলাইয়া’ ও ‘ভুল ভুলাইয়া ২’–দুটোই প্রযোজনা করেছেন। সিকোয়েলে ওঁদের সঙ্গে আছেন মুরাদ খেতানি। নিঃসন্দেহে তাঁরাই জানেন এর সাফল্য-ব্যর্থতার আগাম অঙ্ক।

Whatsapp Image 2022 05 11 At 9.57.46 Pm 1

তা সত্বেও কথা উঠছে। কারণ শুধুই তো প্রিয়দর্শন নয়। ‘ভুল ভুলাইয়া’-র তারকাদের প্রোফাইলটাও দেখুন ! অক্ষয় কুমার, শাইনি আহুজা, পরেশ রাওয়াল, রাজপাল যাদব, বিক্রম গোখলে, মনোজ যোশী, আমিশা প্যাটেল, আসরানি এবং মঞ্জুলিকা থুড়ি বিদ্যা বালান। এঁদের দাপুটে অভিনয়ের স্মৃতি মাথায় রেখে দর্শক যখন কার্তিক আরিয়ান বা কিয়ারা আডবাণীকে দেখবেন, তখন আকাশ থেকে পাতালে পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুরনোর মধ্যে আছেন একমাত্র রাজপাল যাদব। এবারেও ছোটে পণ্ডিত তিনি। আছেন অমর উপাধ্যায়, সঞ্জয় মিশ্র, মিলিন্দ গুনাজি, কর্মভীর চৌধুরী ও রাজেশ শর্মা। এঁরাও এক একজন প্রথিতযশা। তবে, খেলাটা চালাবেন তো আনিস। সমস্যা সেখানেই। এঁরা চিত্রনাট্যে কতটা জায়গা পেয়েছেন, তার ওপর অনেক কিছুই নির্ভর করছে। অন্যদিকে আছেন অত্যন্ত শক্তিশালী ও পরিণত অভিনেত্রী টাবু। তবে, রোহিত শেঠির ‘গোলমাল’ সিরিজে টাবুকে দেখে তাঁর সেরিব্রাল অভিনয়ের যাঁরা ভক্ত, তাঁরা যথেষ্ট হতাশই হয়েছিলেন। এখানেও তারই পুনরাবৃত্তি হবে কিনা, তার গ্যারান্টি দেওয়া যাচ্ছে না।

Whatsapp Image 2022 05 11 At 9.57.45 Pm

তবে, বিদ্যা আসবেন। অর্থাৎ, ‘ভুল ভুলাইয়া’-র কাহিনির কেন্দ্রবিন্দুতে যে, সেই মঞ্জুলিকাকে বাদ দেওয়ার ঝুঁকি নেননি আনিস। পুরো ছবি জুড়ে বিদ্যা থাকবেন, সেটা হয়তো নয়। তবে, মঞ্জুলিকাকে ঘিরে সেই যে শিরদাঁড়া হিম করে দেওয়া ভয়, উত্তেজনা, টানটান রহস্য–আরও একবার দানা বাঁধতে চলেছে তা। আদতে, এই খবরটাই সবচেয়ে আগ্রহের ‘ভুল ভুলাইয়া’ ভক্তদের কাছে। প্রায় ক্যামিও এক চরিত্র, তবু তো মঞ্জুলিকা, থুড়ি বিদ্যা ! এবং আবার ‘আমি যে তোমার…’ প্রীতমের সুরে শ্রেয়া ঘোষালের গাওয়া সেই না ভোলা গান ! প্রসঙ্গত, এবারে গানটির মেল ভার্সান গেয়েছেন অরিজিৎ সিং। তবে, এ খবর জেনেও লোকজন বলছে, সেই বিদ্যা আর এই বিদ্যা ? আজকের বিদ্যা কী আর সেই নাচ নাচতে পারবেন ? এইসব জল্পনার অবসান ঘটে যাবে অবশ্য আজই। আনিস কোন সিকোয়েন্সে বিদ্যাকে আনবেন, সেই ‘সারপ্রাইজ’ও আজই জানা যাবে। 

রুহান রনধাওয়া ওরফে রুহ বাবার (কার্তিক আরিয়ান) দাবি, সে সেইসব মৃত মানুষদের দেখতে পায়, যারা রীত ঠাকুরের (কিয়ারা আডবাণী) প্রেমে পড়ে। এই মৃত মানুষ বা ভূত দেখাদেখির মাঝেই রীত আর রুহানের প্রেম পল্লবিত হয়। আর প্রেম জমতেই নানা রকম রহস্যজনক ঘটনা ঘটতে থাকে। রুহান, রীত ও কণিকা শর্মা এক পোড়োবাড়িতে আটকে পড়ে। কে এই কণিকা শর্মা, সেও এক রহস্য। তার সঙ্গে রীত-রুহানের পরিচয় সূত্রও অধরা রেখেছেন পরিচালক। যাই হোক, সেই পোড়োবাড়ির পটভূমি থেকেই রুহানের মঞ্জুলিকার খোঁজ শুরু হয়ে যায়। অর্থাৎ এখান থেকেই দর্শকের জন্য প্রস্তুত চরম উত্তেজনার এক একটি মুহূর্ত।

এটা ঠিক, অক্ষয় কুমারের বয়সে রুহানের চরিত্রে কাজ করা বেমানান। তাই বলে কার্তিক আরিয়ান ? এই প্রশ্নের চাপ কতটা, সেটা কার্তিক নিজেও জানেন। তিনি জানেন তুলনাটা আসবেই। ফলত, জবাব প্রস্তুতই রেখেছেন তিনি–”এই তুলনার কোনও অর্থই নেই। অক্ষয়ের জুতোটা এতটাই বড় যে, সেখানে পা গলাবার কথা ভাবতেই পারি না আমি। ‘ভুল ভুলাইয়া ১’ দেখে বড় হয়েছে আমাদের প্রজন্ম। অক্ষয়ের একজন বিরাট ভক্ত আমি। উনি কত বড় মাপের অভিনেতা, সবাই জানে। এটা বলতে পারি, আমি আমার মতো করে আপ্রাণ চেষ্টা করেছি। সিকোয়েল হলেও এটা একটা নতুন ছবি। অনেক নতুন এলিমেন্ট দর্শকরা পাবেন এখানে। এর নিজের গুণেই দর্শক এ ছবি পছন্দ করবেন, তুলনায় না গিয়ে। তাঁরা সকলেই এটাকে একটি নতুন ছবি হিসেবেই মনে রাখবেন।”

Whatsapp Image 2022 05 11 At 9.57.47 Pm

ছবির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফরহাদ সমজি, আকাশ কৌশিক। ব্যাকগ্রাউন্ড স্কোর সন্দীপ শিরোদকর। মিউজিক প্রীতম ও তানিস্ক বাগচী। গান লিখেছেন অমিতাভ ভট্টাচার্য, সমীর ও ম্যান্ডি গিল। অরিজিৎ, শ্রেয়ার গাওয়া ‘আমি যে তোমার’ ছাড়াও আগের ‘ভুল ভুলাইয়া’-র টাইটেল ট্র্যাকটিও থাকছে এখানে। গেয়েছেন নীরজ শ্রীধর, মেলো ডি ও বব। আপাতত অপেক্ষা। কার্তিক-কিয়ারার চ্যালেঞ্জটাই সবচেয়ে বেশি। হরর কমেডির সিকোয়েল ! লোকজন সুযোগ পেলেই দোষ ধরবে। তুলনা তো করবেই।