Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

অন্বেষার নিবেদন ‘সাড়া দাও’

বাংলা নববর্ষের শুভলগ্নে আসতে চলেছে অন্বেষা দত্তগুপ্ত-র নতুন গান, ‘সাড়া দাও’। গীতিকার রাজীব দত্ত এবং সুর ও সঙ্গীতায়োজন করেছেন বিশিষ্ট সুরকার অমিত ব্যানার্জি। বছরভর ননস্টপ বিনোদন ব্যস্ত থাকে শ্রোতাদের মনের মতন পরিবেশনা সৃষ্টিতে। বর্ষবরণের লগ্নেও সেই ধারা বজায় রেখে নতুন গান প্রকাশনার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ।

গানবাজনা স্টুডিওতে রেকর্ডিং চলাকালীন অন্বেষা জানান, “রাজীব দত্তের কথা এবং অমিত ব্যানার্জির সুর –সব মিলিয়ে একেবারে সোনায় সোহাগা। আমরা স্বর্ণযুগের যে সমস্ত বাংলাগান শুনি, সেইরকম একটা অনুভুতি এই গানটি থেকে পাওয়া যাবে। আমার বিশ্বাস সকল শ্রোতা সেই সময়ে ফিরে যাবেন। বিশেষত, আমাদের পূর্ববর্তী প্রজন্মের শ্রোতারা বেশ কিছুটা নস্টালজিক হবেন।”

Img 20220402 194236 Edited Scaled
অন্বেষার নিবেদন 'সাড়া দাও' 3

গানটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড। গানটি প্রসঙ্গে ওটিটির কর্ণধার সুদীপ বসু বলেন, “অমিত ব্যানার্জির কর্মজীবনের দীর্ঘ যাত্রাপথের সাক্ষী আমরা। এর আগেও অনেক গুণী শিল্পীদের নিয়ে আমরা কাজ করেছি। অন্বেষা এই প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় এবং ট্যালেন্টেড একজন শিল্পী। তাঁর এবং অমিতবাবুর সঙ্গে একযোগে কাজ করতে পারাটা এই নববর্ষে আমাদের সবচেয়ে বড়ো প্রাপ্তি। গানটির সার্বিক সাফল্য কামনা করি।” গায়িকা থেকে সুরকার, প্রযোজক থেকে শ্রোতা-দর্শক–সবাই এখন গানটি প্রকাশের অপেক্ষায়।