অবশেষে সোনাক্ষীও
শুরুটা হয়েছিল নতুন এবং একেবারে পুরনোদের নতুনভাবে ফিরে আসা নিয়ে। এবার সেই তালিকায় নাম লেখালেন একের পর এক বলিউড তারকা। ‘ঘুমকেতু’ এবং ‘ভুজ : দ্য প্রাইড অফ ইন্ডিয়া’–একটিতে স্পেশাল এপিয়ারেন্স, অন্যটিতে সাইড রোল করার পর সম্ভবত সোনাক্ষী বুঝে যান, এবার তাঁকেও দিক পরিবর্তন করতে হবে। বলা বাহুল্য, সেই দিকটি ওটিটি প্ল্যাটফর্মের থেকে ভালো আর কী হতে পারে ? খাতা খুলছেন আমাজন প্রাইম ভিডিও-র এক ওয়েব সিরিজে। এখানে এক পুলিশের চরিত্রে অভিনয় করবেন তিনি। অবশ্যই লিড রোল। এক্ষেত্রে তাঁর সাফল্য নির্ভর করছে নিজেকে কতটা ভাঙতে পারবেন সোনাক্ষী, তার ওপর। ওটিটি-র দর্শকের মেজাজ, হল বা মাল্টিপ্লেক্সের তুলনায় আলাদা। এমন উদাহরণ প্রচুর আছে, বলিউডে সফল নয়, কিন্তু গুণী অভিনেতা, নিজেদের জমি খুঁজে পেয়েছেন এখানে। হিট তারকার ফ্লপ হওয়াও দেখেছি আমরা। সোনাক্ষীর ক্ষেত্রে আপাতত অপেক্ষা।