Monday, February 3, 2025
৫ফোড়ন

অবহেলিত টাবু

‘ফনা’ ছবিতে তুলনামূলক একটি কম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে টাবুকে একবার প্রশ্ন করা হয়। কথাটা উঠেছিল করণ জোহরের ‘কফি উইথ করণ’ শোয়ের আসরে। করণের প্রশ্ন ছিল এই, কেন তিনি চরিত্রটিতে কাজ করতে রাজি হন ! আমির-কাজল জুটির ছবিতে তাঁকে পার্শ্বচরিত্রে রাখার কথা পরিচালক কুণাল কোহলি কী করে ভাবলেন ? আর টাবুই বা রাজি হলেন কেন ? টাবুর উত্তর জানার আগে সাম্প্রতিক একটি ছবির কথা বলতে চাই–সেটি হলো ‘ভুল ভুলাইয়া ২’ । টাবুর প্রকৃত গুণগ্রাহীদের জন্য সত্যিই বিষয়টা খুবই হতাশাজনক। কী অর্থহীন একটি চরিত্রে পুরো ছবিটি জুড়ে দর্শক দেখলো টাবুকে! বলিউডের ক্লাসিক হিরোইনদের প্রকৃত উত্তরসূরী, সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা তিনি। তাঁকে কেন এই জাতীয় বি গ্রেডেড ছবিতে কাজ করতে হয় ? এবার টাবুর উত্তর শুনুন–” আমি কী করবো ? আমার অপশন কোথায় ? সবাই প্রশংসা করে। কিন্তু কাজ দেয় না।” বলা বাহুল্য, এটা টাবুর নয়, ভারতীয় সিনেমা দর্শকদের জন্য দুর্ভাগ্যজনক।