অর্কপ্রিয়ার কণ্ঠে ‘অ্যায় বতন’
স্বাধীনতা দিবস কিংবা দেশাত্মবোধক আবহে আমরা সবাই প্রায় মনে মনে গুনগুন করি সুনিধি চৌহানের গাওয়া, ‘রাজি’ ছবির ‘অ্যায় বতন…’ গানটি। এবার সেই গানই মুক্তি পেয়েছে নবীন শিল্পী অর্কপ্রিয়া চ্যাটার্জির ইউটিউব চ্যানেল থেকে। গত ১৬ই আগস্ট নিজস্ব ইউটিউব চ্যানেলে অর্কপ্রিয়া গানটি আপলোড করেন। দক্ষিণ কলকাতার গানবাজনা গ্যারেজ স্টুডিও-তে রেকর্ড করা হয়েছে গানটি। সাউন্ড ইঞ্জিনিয়ার সৌম্যেন পাল। মিউজিক ডিজাইন ও প্রোগ্রামিং করেছেন আলতামাশ। প্রধান শিল্পীর সঙ্গে গলা মিলিয়েছেন তৃস্তা মুখার্জি ও দেবকণা ভৌমিক। গানটির প্রোমোশনাল পার্টনার ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড।