অলটাইম ফেভারিট কপিল
কপিল শর্মার শো বন্ধ করে, নতুন কমেডি শো আনছে সোনি টিভি–বাজার গরম এই খবরে। এমনও শোনা গেছিল, কপিলের সঙ্গে সোনি টিভির মনোমালিন্যই এর কারণ। তারপর প্রকাশ্যে আসে আসল ঘটনা। একমাসের জন্য আমেরিকা যাচ্ছেন কপিল। ওখানে বেশ কয়েকটা শো-তে অংশ নেবেন তিনি। এছাড়া নন্দিতা দাশের ছবির শুটিংয়ের কথাও আছে। কপিল যে নন্দিতার ছবিতে কাজ করছেন, সে খবর ইতিমধ্যেই প্রকাশিত। যাই হোক, কপিলের ব্যস্ততার কারণেই বন্ধ থাকছে শো। এর বাইরে অন্য কোনও সমস্যা নেই। খুব শিগগিরই শুরু হতে চলেছে কপিল শর্মা শোয়ের সাময়িক বিকল্প ‘ইন্ডিয়ান লাফটার চ্যাম্পিয়ন’-এর শুটিং। সম্প্রচার হবে জুন থেকে। বিচারকের আসনে অর্চণা পূরণ সিং ও শেখর সুমন। প্রতিযোগীদের নাম এখনও গোপন রাখা হয়েছে। কপিলের গ্রহণযোগ্যতা এখন কোন পর্যায়ে, জানেন সোনি টিভি কর্তৃপক্ষ। কপিলের সঙ্গে তাঁদের বন্ধন আপাতত ছিন্ন হবার কোনও সম্ভাবনাই নেই।