Monday, May 12, 2025
৫ফোড়ন

অস্বস্তিতে ইয়ামি

শুরু থেকেই ব্যতিক্রমী ভাবনার ছবিতে সাবলীল অভিনয় করে নজর কেড়েছেন ইয়ামি গৌতম। এই মুহূর্তে বলিউডের সবচেয়ে সুন্দরী ও বুদ্ধিদীপ্ত অভিনেত্রীদের একজন তিনি। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন স্টেটমেন্টের ক্ষেত্রেও তিনি আলোচনায় থাকেন। যদিও, সম্প্রতি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে আম জনতার বক্র মন্তব্যের শিকার হতে হয় ইয়ামিকে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, ইয়ামি পরেছেন একটি হালকা হলুদ রঙের জ্যাকেট, সঙ্গে রয়েছে একটি মানানসই প্যান্ট। জ্যাকেটের প্রথম দিকের কিছু বোতাম খোলা। বোতাম খোলার কারণে ইয়ামি দৃশ্যতই অস্বস্তির শিকার হচ্ছেন। এ সুযোগ কী আর ছাড়ে সোস্যাল মিডিয়ার জনগন ? তারা মন্তব্যের বন্যা বইয়ে দিয়েছে।