আগামী মঙ্গলবার ‘মহানায়ক’
শুধু ‘নায়ক’ নন, বাংলা সিনেমার মহানায়ক তিনি। একদিকে চির রোমান্টিক এক ইমেজ। অন্যদিকে চরিত্রাভিনেতা হিসেবেও অপ্রতিদ্বন্দ্বী তিনি। বাঙালির প্রাণপ্রিয় উত্তমকুমারের প্রয়াণ দিবস আগামী ২৪শে জুলাই। সেই উপলক্ষে চ্যানেলের বিশেষ নিবেদন ‘মহানায়ক’ পরিবেশিত হবে আগামী ২৫শে জুলাই। আলোচক সংবাদ পাঠক, লেখক ও আকাশবাণীর উপস্থাপক সুপ্রিয় রায়। গত ১৮ই জুলাই এই শোয়ের আয়োজনে ছিল ‘একশো মৃণাল’ দ্বিতীয় পর্ব। কিংবদন্তি এই পরিচালকের কাজ প্রসঙ্গে আলোচনা করেন চিত্র পরিচালক সব্যসাচী ভৌমিক। শ্রোতা-দর্শকের কাছে সমৃদ্ধকর হয়ে উঠেছিল সন্ধ্যাটি। সাহিত্য ও সিনেমার নিবিড় সম্পর্ক নিয়ে ‘আমার আমি’ ইউটিউব চ্যানেলে প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৭টায় দেখছেন ‘সাহিত্য ও সিনেমা’। নতুন বাংলা ছবি, স্বল্পদৈর্ঘ্যের ছবির সেরা ঠিকানা ‘আমার আমি’। ‘আমার আমি’ সাবস্ক্রাইব করুন আর নতুন বাংলা ছবি, নতুন পরিচালক, অভিনেতাদের উৎসাহিত করুন। নিজস্ব প্রতিনিধি