আজ সন্ধ্যায় এক ভিন্নস্বাদের সঙ্গে আড্ডা
গত শুক্রবার আড্ডার অতিথি ছিলেন সঙ্গীতশিল্পী লোপামুদ্রা ভট্টাচার্য। কথা-গান-আড্ডায় জমে ওঠে সন্ধ্যা। শিল্পীর নিবেদনে ছিল বসন্তের অনুষঙ্গ। নানা রঙের গানে ও কথায় বসন্ত প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে জমে ওঠে আড্ডা। আজ সন্ধ্যার আড্ডায় থাকবে সদ্য চলে যাওয়া নারী দিবসকে কেন্দ্র করে আড্ডার বিশেষ পর্ব। থাকবেন সঙ্গীতশিল্পী মিলি বন্দোপাধ্যায় ও রন্ধনশিল্পী রিংকু মিত্র। দর্শক বন্ধুদের জানাই ‘ননস্টপ আড্ডা’-য় উপস্থিত থাকেন চিত্রশিল্প, নাটক, সাহিত্য, সঙ্গীত, নৃত্য, বাচিকশিল্প, রান্না,পর্যটন, ফ্যাশন ও আরও নানাক্ষেত্রের বিশিষ্ট মানুষজন। নানা বিষয়ে আলোচনা থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি ইত্যাদি তো আছেই।