Tuesday, May 13, 2025
কৃষ্টি-Culture

আজ সন্ধ্যায় স্বরূপ-স্বাতী

বাংলা সঙ্গীতজগৎ এই জুটিকে বরণ করে নিয়েছেন ইতিমধ্যেই। গানের প্রতি নিষ্ঠা, একাগ্রতা ও শিল্পীসুলভ আচার ব্যবহারে সকলের প্রিয় স্বরূপ ও স্বাতী পাল। বহু বছর ধরে নিবিষ্ট চর্চার মধ্যে রয়েছেন ওঁরা। বাঙলাগানের সব শাখাতেই অনায়াস বিচরণ। কলকাতা সহ দেশের অন্যান্য শহরে ওঁদের সঙ্গীত পরিবেশনে মুগ্ধ হয়েছে শ্রোতাকুল। আজ বিড়লা একাডেমিতে সন্ধ্যা ৬টায় আর্চিক নিবেদিত আসরে স্বরূপ ও স্বাতীর সঙ্গীত পরিবেশন। অনুষ্ঠানের শিরোনাম তুমি, আমি ও রবিঠাকুর। একক ও দ্বৈত কণ্ঠে ওঁরা যে রবিঠাকুরের গানই শোনাবেন, সে তো শিরোনামেই অনুভূত। এই শিল্পী দম্পতির অনন্য উদ্যোগের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।