আড্ডায় কবি ও কবিতা
আজ সন্ধ্যায় কথা ও কবিতায় ভেসে যাওয়া। আজ ননস্টপ আড্ডার অতিথি শিলিগুড়ি-বাসী বাংলার প্রখ্যাত কবি, লেখক ও সম্পাদক রিমি দে। আগামী ৩ ফেব্রুয়ারি আমাদের বিশেষ অনুষ্ঠান সদ্য প্রয়াত কিংবদন্তি রবীন্দ্রসংগীত শিল্পী সুমিত্রা সেন স্মরণে। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগীতশিল্পী অপর্ণা দে এবং লেখক ও বাচিকশিল্পী অজন্তা চৌধুরী। আপনারা ‘ননস্টপ বিনোদন’ চ্যানেলে প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায় দেখছেন লাইভ অনলাইন অনুষ্ঠান ‘ননস্টপ আড্ডা’। উপস্থিত থাকেন চিত্রশিল্প, নাটক, সাহিত্য, সঙ্গীত, নৃত্য, বাচিকশিল্প, রান্না,পর্যটন, ফ্যাশন ও আরও নানা ক্ষেত্রের বিশিষ্ট মানুষজন। আলোচনা থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি ইত্যাদি তো আছেই।