‘আত্মজা’র কর্মশালা ঘিরে রাজ্য জুড়ে সাড়া
আবৃত্তি ও শ্রুতিনাটক প্রশিক্ষণ এবং চর্চাকেন্দ্র ‘আত্মজা’ সবসময় নতুন নতুন ভাবনা ও কাজের স্বাক্ষর রেখে চলেছে। বাচিকশিল্পী নিবেদিতা নাগ তহবিলদারের সুষ্ঠু পরিচালনায় এগিয়ে চলেছে এই প্রতিষ্ঠান। সারা বছর ধরে অনলাইন ও অফলাইন আবৃত্তি প্রশিক্ষণের পাশাপাশি আত্মজা’র কর্ণধার নিবেদিতা নাগ তহবিলদার বছরে একবার আয়োজন করেন স্টুডিও কর্মশালা। এই কর্মশালায় আত্মজা’র সদস্যরা ছাড়া অন্য আগ্রহী ছেলেমেয়েরাও যোগদান করার সুযোগ পান। সুচিন্তিত ভাবনাসমৃদ্ধ ও সুপরিচালিত এই কর্মশালা অনুষ্ঠিত হলো গত ১৯শে আগস্ট। কলকাতার এক স্টুডিওতে আয়োজিত এই কর্মশালায় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলা থেকেই আগ্রহী বাচিকশিল্পীরা অংশগ্রহণ করেন ও সমৃদ্ধ হন।
প্রসঙ্গত, নিবেদিতা নাগ তহবিলদার জানান, “গত দু’বছর ধরে এই আয়োজন করছি আমরা। সমস্ত রাজ্য থেকে এমন স্বতঃস্ফূর্ত সাড়া পাবো, আশা করিনি। শিখে কাজ করার এই আগ্রহকে শ্রদ্ধা করি। কবিতা ও শ্রুতিনাটকের ক্ষেত্রে উচ্চারণ, মাইক্রোফোনের ব্যাবহার এবং ভয়েস মড্যুলেশনের সূক্ষ্মাতিসূক্ষ্ম দিকগুলি নিয়ে আলোচনা ও হাতে কলমে দেখানোই এই স্টুডিও কর্মশালার উদ্দেশ্য ছিল।” বাংলার অন্যতম জনপ্রিয় বাচিকশিল্পকে ঘিরে আয়োজিত এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে। সকলেরই প্রত্যাশা, এমন কর্মশালা আরও হোক, সমৃদ্ধ হোক বাচিকশিল্প।