Monday, February 3, 2025
৫ফোড়ন

আত্মবিশ্বাসী স্বস্তিকা

আমি নিজেকে দেখি একটা ফাঁকা পাত্র হিসেবে। চরিত্রে অভিনয় করার প্রয়োজনে ওজন বাড়াই, কমাই। বাঁধাধরা চেহারা কখনওই তো থাকে না–তাঁকে চেহারা নিয়ে ট্রোল করা প্রসঙ্গে সম্প্রতি সংবাদ মাধ্যমকে এমনটা বলেছেন স্বস্তিকা। ইন্ডাস্ট্রিতে বেশ কম বয়সেই আসেন তিনি। এখানকার নাড়িনক্ষত্র জানেন। বাংলা বিনোদন জগৎ ও বিনোদন সংবাদ মাধ্যম–দুটোকেই হাড়ে হাড়ে চেনেন । সেই কারণেই পরোয়া করেনা না, কে কী বললো তার। ইন্ডাস্ট্রিতে শক্তপোক্ত জায়গাটিও বানিয়েছেন নিজের প্রতিভার জোরে। স্বস্তিকা আদ্যন্ত একজন পরিশ্রমী অভিনেত্রী। প্রতিটি চরিত্রকে প্রাণবন্ত করে তোলেন নিজের ক্ষমতাবলে। আর সেই কারণেই হাজার বিতর্ক, চেহারা নিয়ে কটাক্ষ–সব একদিকে আর তাঁর অপরিহার্যতা একদিকে। তাঁর কত বয়স, পর্দায় তাঁকে কেমন দেখাচ্ছে–এসব নিয়ে মিডিয়া যতই খিল্লি করুক, স্বস্তিকা জানেন তাঁর গুরুত্ব !