Monday, February 3, 2025
বলিউডলাইম-Light

‘আদিপুরুষ’ দর্শকধন্য হবে তো ?

নতুন ছবির মুক্তি হোক বা নির্মাণ। পোস্টার, ট্রেলার রিলিজ। ছবি হিট এবং ফ্লপ। তারকাদের জীবনের ওঠাপড়া। বাংলা ও হিন্দি মিলিয়ে সিনেমার দুনিয়ায় প্রতি মুহূর্তে ঘটে চলেছে নানা বৈচিত্রপূর্ণ ঘটনা। সেইসবই এই বিভাগে, প্রতি সপ্তাহে। পর্দায় আগামী শুক্রবারই আসছে ‘আদিপুরুষ’ ! লিখেছেন চন্দন রায়

রামের নামেই বাজার! কিন্তু সরাসরি তা না বলে, ধর্মীয় ব্যাপারকে প্রচ্ছন্ন রেখেই বাজিমাত করার চেষ্টা! তবে, এই ছবির ভাবনা আজকের নয়। লকডাউন-পর্বেই ‘আদিপুরুষ’-এর চিত্রনাট্য সাজিয়ে ফেলেছিলেন পরিচালক ওম রাউত। বাল্মিকী রামায়ণকে আধুনিক সিনে-প্রযুক্তির সাহায্য নিয়ে একটি এপিক ছবির স্বপ্ন দেখেছিলেন পরিচালক! তিনি অবশ্য উদ্বুদ্ধ হয়েছিলেন ১৯৯২-এর একটি জাপানি ছবি দেখে, যে ছবিতে হিন্দু পুরাণ-এর ভিত্তিতে রামায়ণ-এর কাহিনিকে সুন্দরভাবে চিত্রায়িত করা হয়েছিল! ছবিটির নামও ছিল ‘রামায়ণ’!

Images 9 1
'আদিপুরুষ' দর্শকধন্য হবে তো ? 12

বিদেশিরা পারে আর আমরা পারি না ? দেশের মহাকাব্যকে আধুনিক প্রযুক্তিতে তৈরি করে সিনেমার পর্দায় স্পেকট্যাকল ঘটানোর এই ভাবনাটা লুফে নিল প্রযোজক সংস্থা টি-সিরিজ। আর ‘বাহুবলী’ খ্যাত দক্ষিণী নায়ক প্রভাস যখন চিত্রনাট্য শুনে বুঝলেন, যে, রাম-চরিত্রে অভিনয়ের সুযোগ এসেছে তাঁর কাছে, তখন তিনি দ্বিতীয়বার না ভেবেই রাজি হয়ে যান অভিনয় করতে। তবে, রাম এখানে ‘রাঘব’, রাবণের নাম ‘লঙ্কেশ’! ‘বজরং’ বাহিনীর সাহায্য নিয়ে রাঘব ও তাঁর ভাই ‘লক্ষ্মণ’ গেলেন ‘লঙ্কা’ দ্বীপ অভিযানে, রাঘবের স্ত্রী ‘জানকী’কে উদ্ধার করতে। তাঁকে অপহরণ করে বন্দী করে রেখেছে লঙ্কেশ! কাহিনিটা আমাদের সবারই জানা!

প্রায় সাত হাজার বছর আগে অযোধ্যার যুবরাজ রাঘবের এই কাহিনি যে আসলে ‘রামায়ণ’ তা একটি বাচ্চারও বুঝতে অসুবিধে হবে না! রাম বা রাঘব হিসেবে বেছে নেওয়া হলো হিরো প্রভাসকে। তাহলে, রাবণ বা লঙ্কেশ অর্থাৎ প্রধান অ্যান্টি হিরো রূপে কাকে বেছে নেওয়া হবে ? পরিচালক ওম রাউত এক্ষেত্রে ভারসাম্য বজায় রাখলেন বলিউড থেকে সইফ আলি খানকে নির্বাচিত করে। সইফ অবশ্য আগেও কাজ করেছেন ওম রাউতের ‘তানহাজি’ ছবিতে! সীতা অর্থাৎ ‘জানকী’ কে হচ্ছেন, তা নিয়ে অনেকের নাম শোনা যাচ্ছিল–অনুষ্কা শেট্টি থেকে অনুষ্কা শর্মা, কিয়ারা আদবানি প্রমুখ। শেষপর্যন্ত নির্মাতারা জানালেন, কৃতি শ্যাননকেই এই চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছে! আর লক্ষ্মণ চরিত্রে অভিনয়ের জন্য টিমে যোগ দিলেন অভিনেতা সানি সিং।

Images 12
'আদিপুরুষ' দর্শকধন্য হবে তো ? 13

উত্তর-দক্ষিণ ভারতের বাজার ধরে রাখতে এমন ভারসাম্যের কাস্টিং আজকাল বেশিরভাগ বিগ বাজেট ছবিতেই দেখা যাচ্ছে! তা বাজেট কত এই ‘আদিপুরুষ’-এর? প্রথমে ৪০০ কোটি টাকা বাজেট ধরে কাজ শুরু হয়। কিন্তু ছবিটির টিজার মুক্তির পর তার কম্পিউটার গ্রাফিক্সের কাজ অনেকেরই খুব সাদামাটা বা দুর্বল মনে হয়। সমালোচনাও হয় বিভিন্ন মহলে। তখন শুধুমাত্র কম্পিউটার গ্রাফিক্সের জন্যই আরও একশো কোটি টাকা বাড়তি ধার্য্য করা হয়, সিজিআই-এর বাজেট পৌঁছোয় ২৫০ কোটি! এর ফলে ‘আদিপুরুষ’ তৈরির সামগ্রিক বাজেট দাঁড়ায় ৫০০ কোটি টাকায়, যা ভারতীয় সিনেমার ইতিহাসে এই ছবিকে সবচেয়ে বেশি বাজেটের ছবির তকমা দেয়! 

প্রসঙ্গত,‘আদিপুরুষ’ তৈরি হয়ে, মুক্তি পেতে সময় লেগে গেল প্রায় তিন বছর! ২০২০-র ১৮ই আগস্ট একটি প্রমোশনাল পোস্টার রিলিজ করে ছবিটির ঘোষণা করা হয়! স্বাভাবিক কারণেই, ছবিটিতে কে ‘রাম’ হবেন, তা নিয়ে চলছিল জল্পনা! সেপ্টেম্বরে নির্মাতারা প্রকাশ করলেন আর কেউ নন, প্রভাসই এই ছবির নায়ক! তবে, তাঁর চরিত্রের নাম ‘রাঘব’! কেন এই আড়াল? আসলে পৌরাণিক বা ধর্মীয় কাহিনি-নির্ভর ছবি মুক্তির সময় অনভিপ্রেত বিক্ষোভ বা বয়কটের মুখে পড়তে হয় অনেক ছবিকেই। তাতে ব্যয়বহুল ছবির বাণিজ্য মার খায় দারুণভাবে। হয়তো সেই কারণেই রামায়ণের গল্প বললেও সরাসরি রামের নাম নেওয়া হয়নি। যদিও এর কোনও ব্যাখ্যা দেননি নির্মাতারা! ‘আদিপুরুষ’-এর শুটিং শুরু হয় ২০২১-এর ১৯ জানুয়ারি। শুটিং সেট-এ আগুন লেগে পুড়ে যায় এর পরেই। ফলে, আবার নতুন করে সেট বানিয়ে শুটিং করতে হয়। শেষপর্যন্ত ওই বছরেরই ১০ নভেম্বর শুটিং সম্পূর্ণ হয় পুরো ছবির।

Images 7 1 1
'আদিপুরুষ' দর্শকধন্য হবে তো ? 14

ছবিটি একইসঙ্গে হিন্দি এবং তেলুগু ভাষায় নির্মিত হয়েছে। পাশাপাশি দক্ষিণের আরও তিনটি ভাষায়–তামিল, কন্নড় ও মালায়ালমে ছবিটি ডাবিং সহ মুক্তি পাচ্ছে। শেষ অব্দি ছবিটির নির্মাণ কতটা নিখুঁত ও বিশ্বাসযোগ্য হয়ে উঠল, তা বোঝা যাবে আগামী সপ্তাহেই। যদিও, গত ২০২২-এই ‘আদিপুরুষ’ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় আমির খানের ‘লাল সিং চাড্ডা’-ও মুক্তি পায়। তাই, বক্স-অফিসের সংঘাত এড়াতে পিছিয়ে দেওয়া হয় ‘আদিপুরুষ’-এর রিলিজ ডেট! এরই মধ্যে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ছবি মাঝপথে এসে পড়ে। তাই, আবারও সংঘাত এড়াতে পিছিয়ে যায় মুক্তি। অবশেষে, আগামী ১৬ই জুন দেশজুড়ে সিনেমার পর্দায় দেখা যাবে ‘আদিপুরুষ’ রাম থুড়ি রাঘবকে।