আপাতত সব কাজ ছেড়ে ছেলে নিয়ে ব্যস্ত কাজল
বেশ উজ্জ্বল কেরিয়ার হলেও আপাতত সিনেমা জগৎ থেকে নিজেকে দূরে রাখছেন সিংহম-নায়িকা কাজল আগরওয়াল। দক্ষিণের জনপ্রিয় এই তারকাকে ঘিরে হঠাৎ করেই এহেন গুঞ্জনটি শোনা যাচ্ছে। নাহ, কোনও ঝামেলা নয়, সন্তান নীলকে সময় দিতে না পারাই নাকি এর কারণ। বেশ কয়েক বছর আগে, দক্ষিণী ছবির এই তারকা তাঁর বলিউড ডেবিউ করেন সুপারস্টার অজয় দেবগনের বিপরীতে ‘সিংহম’ ছবিতে। আর প্রথম ছবিতেই হিন্দি ছবির দর্শকের দিল জিতে নেন তিনি। নায়িকাদের মা হওয়ার সুবাদে সাময়িক কর্মবিরতি অনেকের ক্ষেত্রেই ঘটে। তারপর তাঁরা ফিরেও আসেন। কাজলের ক্ষেত্রেও নিশ্চয়ই সেটাই ঘটবে বলে, অপেক্ষায় থাকছেন তাঁর ভক্তরা।