আবার পিছলো ‘আরআরআর’ মুক্তি
মুক্তির আগেই যে ছবি ৯০০ কোটি টাকার ব্যবসা করে ফেলে, তা যদি ভাইরাস আক্রমণের ঠেলায় আটকে যায়, তাহলে তার থেকে খারাপ আর কী হয় ? ঠিকই ধরেছেন, এস এস রাজামৌলির বহু আলোচিত ‘আরআরআর’ (Rise Roar Revolt)-এর কথাই বলছি। হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড় ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে এ ছবির। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার রাম চরণ ও জুনিয়র এনটিআর। সঙ্গে আছেন অজয় দেবগণ, আলিয়া ভাটসহ আরও অনেক তারকা। ২০১৯/২০/২১ জুড়ে সারা বিশ্ব জুড়ে সিনেমা মুক্তির বিষয়টি বার বার প্রশ্নের মুখে পড়েছে। ভারতও তার ব্যতিক্রম নয়। বহু ছবির প্রযোজক ওটিটি প্ল্যাটফর্মকে বেছে নিয়েছেন বাধ্য হয়েই। কিন্তু ‘বাহুবলী’ খ্যাত রাজামৌলির ছবির ওটিটি মুক্তি ভাবাই যায় না। তাঁর ছবি মানেই এক বিশাল ক্যানভাস। একাধিকবার অতিমারীর কারণেই ছবি মুক্তির তারিখ পিছিয়েছে। এদিকে আবার নতুন করে ওমিক্রন আতংক ! এহেন পরিস্থিতিতে ‘আরআরআর’ আজই সিনেমা হল ও মাল্টিপ্লেক্সে মুক্তি পাচ্ছে, এমন খবরে তামাম দর্শককুল উল্লসিত হওয়ার আগেই আবার পিছলো ছবির মুক্তির তারিখ। কারণ ওই ওমিক্রন ও কোভিড সংক্রমণ হার বেড়ে যাওয়া। সংক্রমণের কারণে বহু হল আবার বন্ধের সিদ্ধান্ত এবং ছবি মুক্তি বিশ বাও জলে।