Monday, February 3, 2025
৫ফোড়ন

আবেগাপ্লুত ‘শকুন্তলম’ সামান্থা

আবেগে কেঁদে ভাসালেন সামান্থা রুথ। অকুস্থল ‘শকুন্তলম’ ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ছবির পরিচালক গুণশেখরও। তিনিও সামান্থার আবেগের সাথী হলেন। আসলে জনতা থুড়ি মিডিয়াকে কিছুটা এড়িয়েই চলছিলেন ইদানীং দক্ষিণী এই তারকা। দুরারোগ্য মায়োসাইটিস ডিজঅর্ডারে ভুগছেন তিনি। চেহারাতেও তার ছাপ পড়েছে, যা সিনেমা তারকাদের ক্ষেত্রে নিঃসন্দেহে বাড়তি সমস্যা ! কিন্তু, এইসব ছেড়ে দূরে থাকাও তাঁদের পক্ষে শক্ত। অন্যদিকে মহাকবি কালিদাস রচিত ‘অভিজ্ঞান শকুন্তলম’ অবলম্বনে নির্মিত এই ছবির শুটিংয়ের স্মৃতিও বেশ খানিকটা আপ্লুত করেছে সামান্থাকে। এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তাঁর বিপরীতে অর্থাৎ রাজা দুষ্ম্যন্তের ভূমিকায় আছেন দেব মোহন। ‘শকুন্তলম’ মুক্তি পাবে আগামী ৪ নভেম্বর।