Monday, February 3, 2025
৫ফোড়ন

আবেদনে ভরপুর কাজল

পরের প্রজন্মের সঙ্গে পাল্লা দিয়ে নিজের উষ্ণ আবেদন বিকিরণে এখন তাঁর সময়ের সবাইকে পিছনে ফেলে চমক সৃষ্টি করেছেন কাজল। তিনি যে এমন খেল দেখবেন, তা কে ভেবেছিল, কাজলের কেরিয়ারের প্রথম দিককার ছবিগুলি দেখলে। ফিগার, গায়ের রঙ, মুখশ্রী–সর্বোপরি গ্ল্যামার কোথাও তাঁর রূপসী মা তনুজার ছাপ চোখে পড়েনি। এটা ঠিক শুরু থেকেই সহজাত ও শক্তিশালী অভিনয়ে দিল জিতে নেন তিনি তামাম হিন্দি ছবির দর্শকের। তবে, মায়ের সূত্রেই বলিউডের হালচাল যথেষ্ট জানতেন কাজল। নিছক অভিনয় গুণে যে চিঁড়ে ভেজে না এখানে, সেই তত্ত্ব জানা ছিল তাঁর। তারপরই নিজের মেক ওভারের দিকে নজর। আর এখন তো, ক্রমশ যেন বয়স কমছে তাঁর। সম্প্রতি মনীশ মলহোত্রার দীপাবলির পার্টিতে বেয়ার ব্যাক ব্লাউজ ও শাড়িতে উপস্থিত সবার নজর কেড়ে নেন কাজল। সেখানে ছিলেন শাহরুখ কন্যা সুহানা ছাড়াও আরও কম বয়সী তারকা বা তারকা পুত্রকন্যার দল। খবর, তাদের ফেলেও লোকজন কাজলকেই দেখেছেন পার্টিতে । পর্দায় ইদানীং তাঁর দর্শন না মিললেও পর্দার বাইরে নিজের সগর্ব উপস্থিতি প্রদর্শনে এতটুকু ত্রুটি রাখতে রাজি নন কাজল, বোঝাই যাচ্ছে।