আমার আমি-তে ‘ভালোবাসার গল্প’
যার সৃজনী ও দক্ষতা বাঙালির মনে অনাবিল আনন্দ রচনা করেছে, না ফেরার দেশে গিয়েও যিনি বাঙালি মননের আরাধ্য, তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়। চলে গিয়েও আছেন তিনি আমাদের মধ্যে, তাঁর অভিনীত চরিত্রগুলির মধ্যে। সময় তাকে স্তব্ধ করেছে ঠিকই, পর্দায় তার বিচরণ আজও বাধাহীন।
গত ৩ ডিসেম্বর ‘আমার আমি’ ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে প্রয়াত প্রবাদপ্রতিম শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত ছবি ‘ভালোবাসার গল্প’। মূলত অর্থনৈতিক বৈষম্যমূলক ভালোবাসা ও তাকে ঘিরে নানান সামাজিক জটিলতার নিরিখে ছবিটি নির্মিত। যেখানে মেয়ের ধনী বাবার চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এ ছাড়াও অভিনয় করেছেন টলিপাড়ার জনপ্রিয় মুখ রমেন রায়চৌধুরী, অভীক, রিয়া রায়, অভিজিত রায়, অভিজিৎ চৌধুরী এবং আরও অনেকে। তাঁদের প্রত্যেকের অভিনয় দক্ষতা এবং ছবির বিষয়বস্তু দর্শকের মনে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে। সকলের মুখেই উচ্ছ্বসিত প্রশংসা। ছবিটি পরিচালনা করেছেন তন্ময় মণ্ডল। প্রোডাকশন হাউজ দ্য তন্ময় মণ্ডল এন্টারটেইনমেন্ট। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তন্ময় মণ্ডল বলেন, ” স্যারের কাছে অনেক কিছু শিখেছিলাম, সেই শিক্ষা নিয়েই কিছু করার চেষ্টা করে যাচ্ছি, সৌমিত্র স্যার বেঁচে আছেন এবং চিরকাল আমাদের মধ্যে বেঁচে থাকবেন।”