আমি যেন এই চরিত্রটির জন্যই জন্মেছি : সোনাক্ষী
হাতে হাতে স্মার্টফোন। তরুণ প্রজন্মের চোখ ইদানীং নিত্যনতুন ওয়েব সিরিজে। সারা বিশ্বের স্ট্রিমিং বিনোদন এখন হাতের মুঠোয়। সেইসব সিরিজ নিয়েই নানাকথা এই বিভাগে। দাবাং সুন্দরীর ওয়েব ডেবিউ ‘দহাদ’-এ। লিখেছেন মৃণালিনী ঠাকুর।
শেফালী শাহ, রবিনা ট্যান্ডন প্রমুখের ফুটস্টেপ ধরে সোনাক্ষী সিনহাও চলে এলেন ওয়েব দুনিয়ায়। কাকতালীয় ভাবে তিনিও ডেবিউ করছেন একজন পুলিশ আধিকারিকের ভূমিকাতেই। গত কয়েক বছর যাবত দাবাং সুন্দরীর তেমন কোনও বড় কাজ চোখে পড়েনি সিনেমার পর্দায়। সম্ভবত, তখন থেকেই তাঁর ওয়েব সিরিজের খাতায় নাম লেখানোর প্রস্তুতিপর্ব চলছিল। সে হোক। তাবড় বলিউড তারকারা এখন ওটিটি প্ল্যাটফর্মে ভিড় জমিয়েছেন। সোনাক্ষীই বা নয় কেন ? বস্তুত সোনাক্ষী অভিনীত ‘দহাদ’ নিয়ে ইতিমধ্যেই বাজার বেশ গরম। কিছুদিন আগেই ধুমধাম করে প্রকাশ পেয়েছে এর ট্রেলার আর সঙ্গে সঙ্গেই তা সোস্যাল মিডিয়ায় ভাইরাল ! ‘দহাদ’-এ সোনাক্ষীর পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন গুলশন দেবাইয়া, বিজয় বর্মা, সোহুম শাহ।
পাবলিক বাথরুমে খুন হচ্ছে একের পর এক মহিলা। কোন রহস্য রয়েছে এর পিছনে ? একি কোনও সিরিয়াল কিলারের কাজ ? এই সব প্রশ্নে উত্তেজনা তুঙ্গে। এই সিরিজ খুনের তদন্ত করছে অঞ্জলি ভাটি (সোনাক্ষী) নামের তদন্তকারী অফিসার। বেশ টানটান রোমাঞ্চ ও জমাট রহস্য যে রয়েছে আট পর্বের এই ক্রাইম সিরিজে, তাতে কোনও সন্দেহ নেই। চরিত্রটিতে অভিনয় প্রসঙ্গে সোনাক্ষী বলেছেন, “মনে হচ্ছে, আমি যেন এই চরিত্রটিতে অভিনয় করার জন্যই জন্মেছি। আমি যখন তীব্রভাবে অপেক্ষা করছিলাম এমন একটি কাজের জন্য, তখনই আমার কাছে অফারটা এলো এবং আমি লুফে নিলাম। কোনও রকম দ্বিধা না করে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই পর্দায় অঞ্জলি হয়ে ওঠায়।”
একজন পুলিশের চরিত্রে নিজের অভিনয়ের প্রস্তুতিপর্ব প্রসঙ্গে সোনাক্ষী জানান, “এই ইউনিফর্মের ম্যাজিকটাই আলাদা। এটা গায়ে চড়ালেই একজন মানুষের চালচলন বদলে যায়। সত্যি বলতে কী, পুলিশ ইউনিফর্মের শক্তিটাই আলাদা ! এই প্রথম আমি একজন পুলিশের চরিত্রে অভিনয় করছি। আমাকে অনেক কিছুই শিখতে হয়েছে, যার মধ্যে বিশেষভাবে বলার বাইক চালানো !” ট্রেলারে দারুণভাবে নজর কেড়ে নেন গুলশন দেবাইয়া। হিন্দি বিনোদনের এক উজ্জ্বল নাম গুলশন। তিনি অবশ্য নিজের চরিত্রের থেকেও বেশি গুরুত্ব দিয়েছেন সিরিজের কাহিনিকে। বলেছেন, “একের পর এক যে দৃশ্য রচনার মধ্য দিয়ে পর্দায় গল্প এগিয়ে চলে, আমরাও তারই একটি অঙ্গ। আমি চেষ্টা করেছি চরিত্রটির প্রতি সৎ থাকার এবং নিজের সেরাটা দেবার।”
ফারহান আখতার, রিতেশ সিধওয়ানি, জোয়া আখতার, রীমা কাগতি, কাসিম জগমাগিয়া, অঙ্গদ দেব সিং ও সুনিথা রাম প্রযোজিত ‘দহাদ’-এ একদল গুণী মানুষের সমাগম ঘটেছে। এই রহস্যময় ক্রাইম থ্রিলারের ক্রিয়েটর রীমা কাগতি ও জোয়া আখতার। পরিচালনা করেছেন রীমা কাগতি ও রুচিকা ওবেরয়। অভিনয়ে অন্যান্যদের মধ্যে আছেন মন্যু দোশি, যোগী সিংহ, সংঘমিত্রা হিতৈষী, রত্নাবলী ভট্টাচার্য, নির্মল চিরানিয়ান, বিজয় কুমার দোগরা, অভিষেক ভালেরাও ও ওয়ারিশ আহমেদ। রাজস্থানের একটি ছোট্ট গ্রামে শুটিং হয়েছে এই সিরিজের। সিনেমাটোগ্রাফার তনয় সতম তাঁর ক্যামেরায় দারুণভাবে লোকেশনের প্রতিটি অনুষঙ্গকে ব্যবহার করেছেন। মিউজিক গৌরব রায়না ও তারানা মারওয়া। ‘দহাদ’ হলো প্রথম ভারতীয় সিরিজ, যার প্রিমিয়ার হয়েছে বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। আমাজন প্রাইম ভিডিওতে ইতিমধ্যেই স্ট্রিমিং শুরু হয়ে গিয়েছে ‘দহাদ’-এর। আর দর্শক দারুণভাবে উপভোগ করছেন সোনাক্ষীর দাপুটে অভিনয়, সেটাও খবরে প্রকাশ !!