Tuesday, May 13, 2025
৫ফোড়ন

আরিয়ান ফ্যান সজল

পাক টিভি তারকা সজল আলির ফ্যানকুল তামাম উপমহাদেশ জুড়ে। শুরু থেকেই নিজের অভিনয়ের জাদুতে মন কেড়ে নেন তিনি পাক টিভি সিরিয়াল দর্শকের, যাঁদের মধ্যে রয়েছেন অগুনতি ভারতীয়। এরপর বলিউড ও দক্ষিণের সুপারস্টার শ্রীদেবীর সঙ্গে ‘মম’ ছবিতে, তাঁর অনস্ক্রিন কন্যার ভূমিকায় অভিনয় করে এদেশে আরও জনপ্রিয় হয়ে ওঠেন সজল। এহেন সজল আলি মজেছেন আরিয়ান খানে। শাহরুখ পুত্রকে নিয়ে ড্রাগ সংক্রান্ত অভিযোগ একদা যতই দানা বাঁধুক, পরিসংখ্যান বলছে, আরিয়ানের মহিলা ফ্যানের সংখ্যা ক্রম বর্ধমান। আর এই দলে রয়েছেন পাক তারকা সজল আলিও। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আরিয়ানের একটি ছবি পোস্ট করে রীতিমতো নিজের অনুরাগের কথা জাহির করেছেন সজল। তাঁর এই অনুরাগের প্রাবল্য দেখে সোস্যাল মিডিয়ায় ঝড় ওঠাই স্বাভাবিক। তবে, এ ব্যাপারে আরিয়ানের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।