Tuesday, May 13, 2025
৫ফোড়ন

‘আর আর আর’ এবং

‘আর আর আর’ শুধু যে দেশবিদেশের দর্শকের হৃদয় হরণ করেছে, তা নয়, আন্তর্জাতিক খ্যাত সিনেমা নির্মাতাদেরও নজর কেড়েছে রাজামৌলির এই ছবি। ‘গার্ডিয়ানস অফ দ্য গ্যালাক্সি’ ছবির পরিচালক জেমস গুন ও ‘ডক্টর স্ট্রেঞ্জ’ ছবির পরিচালক স্কট ডেরিকসন–দুজনেই উচ্ছ্বসিত প্রশংসা করেছেন রাজামৌলির ব্লকবাস্টার ‘আর আর আর’-এর। নিজেদের টুইটার একাউন্টে এই বার্তা জানিয়েছেন ওঁরা। বিশাল ক্যানভাসে ছবি তৈরির পরিকল্পনা এবং তার সুনিপুণ প্রয়োগের ব্যাপারে রাজামৌলি নিজের ব্র্যান্ডকে কোন পর্যায়ে নিয়ে গেছেন তা আমরা ‘বাহুবলী’-র প্রিকোয়েল ও সিকোয়েলে দেখেছি। দক্ষিণী ছবির এই পরিচালক এখন বলিউডেও বেশ জনপ্রিয়। তাঁর সঙ্গে বহু বলিউড তারকাই কাজ করতে ইচ্ছুক। ‘আর আর আর’ তাঁর গ্রহণযোগ্যতা যে আন্তর্জাতিক স্তরে বিস্তৃত করেছে, তাতে কোনও সন্দেহ নেই।