Tuesday, May 13, 2025
কৃষ্টি-Culture

ইচ্ছেবাড়ির রবীন্দ্রস্মরণ

চোখে লাগিতেছে স্পন্দনের আঘাত, আর মনে দেখিতেছি আলো। দেহে ঠেকিতেছে বস্তু, আর চিত্তে জাগিতেছে সৌন্দর্য। বাহিরে ঘটিতেছে ঘটনা, আর অন্তরে ঢেউ খেলাইয়া উঠিতেছে সুখদুঃখ। একটার আয়তন আছে, তাহাকে বিশ্লেষণ করা যায়। আর-একটার আয়তন নাই, তাহা অখণ্ড। এই-যে ‘আমি’  বলিতে যাহাকে বুঝি, তাহা বাহিরের দিকে কত শব্দ গন্ধ স্পর্শ, কত মুহূর্তের চিন্তা ও অনুভূতি, অথচ এই-সমস্তেরই ভিতর দিয়া যে-একটি জিনিস আপন সমগ্রতায় প্রকাশ পাইতেছে তাহাই আমি এবং তাহা তাহার বাহিরের রূপের প্রতিরূপ মাত্র নহে, বরঞ্চ বাহিরের বৈপরীত্যের দ্বারাই সে ব্যক্ত হইতেছে। শিলিগুড়ির ইচ্ছেবাড়ি আয়োজিত রবীন্দ্রস্মরণ ছিল এমনই মনোজ্ঞ ও মননশীল এক ভাবনা ও আয়োজনে সমৃদ্ধ। সংস্কৃতির বিভিন্ন দিক ও শিল্পীদের সমৃদ্ধ নিবেদনে সাজানো হয় অনুষ্ঠানের ডালি।