Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

ইমাস-এর নিবেদন

আগামী ৩১শে জুলাই বিড়লা একাডেমিতে বিকেল ৪টে থেকে রাত ৮টা ইমাস (International Multispecialty Art’s School)-এর বার্ষিক অনুষ্ঠান। ইমাস একটি প্রতিষ্ঠান, যেখানে নাচ,গান, যন্ত্রসঙ্গীত, ছবি আঁকা নিয়ে চর্চা ও কর্মশালা করানো হয়ে থাকে। এই উৎসবে অংশগ্রহণ করতে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসছে ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পণ্ডিত সমর সাহা ও বিপ্রদাস ভট্টাচার্য। এঁরা দুজনেই ইমাস-এর সঙ্গে প্রথম দিন থেকে আছেন প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষী হয়ে। আর যাঁর কথা না বললেই নয়, যিনি মূল কাণ্ডারি এমন এক শুভ উদ্যোগের, তিনি ইমাস-এর প্রতিষ্ঠাতা স্বর্ণালী পাল। তাঁকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা।