ইয়াস পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে এলেন শিল্পীরা
পরিবেশ কিছুটা শান্ত হলেও এখনো থেকে গিয়েছে ভয়াবহ স্মৃতি ও দগ্ধ ক্ষত। প্রকৃতির রোষ অগ্রাহ্য করেছে বার্ধক্যের আবেদন এবং শৈশবের সারল্যকেও। ক্ষতিগ্রস্ত পশ্চিমবঙ্গের একাধিক জেলা। এমতাবস্থায় মানবতার প্রতিভূ রূপে জনগণের সেবায় ঝাঁপিয়ে পড়েছেন টলিউডের অতি পরিচিত মুখেরা। মিমি চক্রবর্তী, রাজ চক্রবর্তীর মত সাংসদ-বিধায়করা তো রয়েছেনই, পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়েছেন ইন্ডাস্ট্রির আরো অনেকেই।
পিছিয়ে নেই সঙ্গীতমহল-ও। গায়িকা ইমন চক্রবর্তী নিজের সঙ্গীত অ্যাকাডেমির সদস্যদের নিয়ে পৌঁছে গিয়েছেন তমলুকে। তিনি সমসাময়িক দুঃসহ পরিস্থিতির কথা তুলে ধরে প্রয়োজনীয় খাবার, সামগ্রী পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা বলেন। সকল ভক্ত-বন্ধুদের কাছে সাহায্যের আবেদন-ও জানিয়েছেন। ফেসবুক লাইভের মাধ্যমে এলাকার ভয়াবহ পরিস্থিতি তিনি সকলের সামনে তুলে ধরেছেন।