ঈশান-অনন্যা প্রেমে শিলমোহর
২০২০তে ‘খালি-পিলি’ ছবিতে একসঙ্গে কাজ করেন ওঁরা। সেই থেকেই একেবারে মাখো মাখো প্রেম ওঁদের–ঈশান খত্তর ও অনন্যা পান্ডে। ঈশান শাহিদের ভাই, একদা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী নীলিমা আজিমের ছেলে। অনন্যা বলিউডের স্টার কমেডিয়ান চাঙ্কি পান্ডের মেয়ে। তারকা পরিবারের বলেই, চাপা থাকেনি ওঁদের প্রেমের কাহিনি। বি টাউনের বাতাসে বেশ কিছুদিন ধরেই উড়ছিল এ খবর। যদিও প্রেমিক যুগল চুপচাপই ছিলেন। এবার সেই খবরে শিলমোহর লাগালেন স্বয়ং পাত্রের মা। শাহিদের জন্মদিনের পার্টি চলছে জোর কদমে। সেখানে হাজির ওঁদের পুরো পরিবার। সেই পার্টিতে অনন্যাও আমন্ত্রিত। সবাই দেখলেন তাঁকে। আর মওকা বুঝে নীলিমা জানিয়ে দিলেন সুখবর। অর্থাৎ ঈশানের সঙ্গে অনন্যার প্রেমকাহানি। অনন্যা যে তাঁর বেশ পছন্দের আর পরিবারের একজন প্রায়, সেটাও জানান নীলিমা। লোকজনের বক্তব্য, সাসুমা খুশি। আর কী চাই অনন্যার ?