উপন্যাস – ঋজু দ্য স্পাই| শাশ্বতী চৌধুরী|পাঠ প্রতিক্রিয়া|
জানালেন – সৌমদীপ কুণ্ডু
শেষ করলাম লেখিকা শাশ্বতী দির ( Saswati Choudhury ) লেখা বই ‘ঋজু দ্য স্পাই ‘ । এই বইটি মূলত স্পাই থ্রিলার উপন্যাস সংকলন ।
ঋজু দ্য স্পাই বইটি তে মোট দুটি উপন্যাস রয়েছে, ‘গোপন অক্ষ ‘ ও ‘ লাল মাকড়সা ‘ । এই উপন্যাস দুটি লেখিকা সৃষ্ট ঋজু সিরিজের প্রথম দুটি উপন্যাস। প্রথম উপন্যাস ‘ গোপন অক্ষ ‘ তে ঋজুর প্রথম উপস্থিতি লক্ষ্য করা যায় , কিন্তু তার এন্ট্রি টা বেশ অন্যরকম ছিলো , বেশ উপভোগ করেছি । এই উপন্যাসের মূল গল্প ফিনান্সিয়াল স্ক্যাম ও সন্ত্রাসবাদ , সিবিআই অফিসার ঋজু কিভাবে এই কেস সমাধান করে , তা নিয়েই এই উপন্যাস । তবে এই উপন্যাসে ঋজু ছাড়াও ওয়াংচুকের উপস্থিতি বেশ ভালো লেগেছে । আর বেশি কিছু বলতে গেলে স্পয়লার দেওয়া হয়ে যাবে , এই উপন্যাস টি সত্যি দারুণ, ভারত ও নেপালের প্রেক্ষাপটে এই উপন্যাস, সাথে ঋজুর তদন্ত পদ্ধতি দুর্দান্ত লেগেছে , এছাড়াও বিভিন্ন খুঁটিনাটি বেশ ভালো ভাবে তুলে ধরেছেন লেখিকা । উপন্যাসটি এতো টাই সুন্দর যে বিন্দু মাত্র বোরিং লাগেনি ।
দ্বিতীয় উপন্যাস ‘ লাল মাকড়সা ‘ , এই উপন্যাসে ঋজুর পদোন্নতি হয়ে আই বি অফিসার হয়েছেন, থ্রিলার উপন্যাস হলেও থ্রিলার ছাড়াও আরও অনেক কিছু আছে গল্পে । এই উপন্যাসের প্লট প্রধানত টেরোরিস্ট আর মাওবাদী নিয়ে আর অনেকটা শ্রীলঙ্কা কে নিয়ে এই গল্প আর কিছু টা আমাদের দেশের মাওবাদী সংগঠন কে ঘিরে , খুব সুন্দর টানটান উত্তেজনায় ভরা আর একবার পড়তে বসলে শেষ না করে ওঠার মত বই। তাছাড়া নিছক শুধু মাত্র থ্রিলার আছে তা নয়, শ্রীলঙ্কার অনেক দর্শনীয় স্থানের ইতিহাস, সেখানকার বিবরণ অনেক কিছুই আছে বিস্তারিত ভাবে কিন্তু বিবরণ গুলো পড়তে পড়তে কখনোই বোরিং লাগবে না, এত সুন্দর ভাবে লিখেছেন লেখিকা। উপন্যাসের নাম লাল মাকড়সা কেনো, সেটা আমিও বোঝার চেষ্টা করছিলাম কিন্তু শেষে নামের সার্থকতা বুঝতে পারলাম, তাই নামটিও যথাযথ উপন্যাসের গল্পের সাথে ।
সব মিলিয়ে খুব সুন্দর একটি বই। এছাড়া বইয়ের প্রচ্ছদ বেশ সুন্দর , আর লেখিকার লেখনী খুব সুন্দর, সেভাবে মুদ্রণ প্রমাদ নেই, বইয়ের পাতার মান বেশ ভালো।
সব মিলিয়ে অবশ্যই সংগ্রহে রাখার মতো বই বিশেষ করে আমার জন্য যে থ্রিলার, গোয়েন্দা বিশেষ করে স্পাই সম্বন্ধীয় বই পছন্দ করে ।
—————————-
প্রাপ্তিস্থানঃ
- প্রজ্ঞা পাবলিকেশনের নিজস্ব বিপণী। বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, প্যারামাউন্টের ঠিক বিপরীতে।
- ঘরে বসেই বইটি হাতে পাওয়ার জন্য WhatsApp করুন 9147364898 – এই নম্বরে।
অন্যান্য প্রাপ্তিস্থান –
- দে বুক স্টোর (দীপুদা)
- জানকী বুক ডিপো (সুখরঞ্জন দা)
- বইবন্ধু