Tuesday, May 13, 2025
৫ফোড়ন

উর্মিলার সেক্স অ্যাপিল

সেক্স অ্যাপিল জিনিসটা সবসময়ই যে একরকম কাজ করে, তা কিন্তু নয়। যথেষ্ট প্রতিভার অধিকারী হওয়া সত্ত্বেও এই ট্যাগ গায়ে লেগে যাওয়ার ফলেই নাকি বরবাদ হয়ে যায় উর্মিলা মাতন্ডকরের কেরিয়ার। ‘মাসুম’ উর্মিলা বড় হয়ে প্রথমে ‘নরসিম্মা’, সুবিধা হলো না। তারপর রামগোপাল বর্মার নজরে পড়ে রাতারাতি বিশাল ব্রেক পেলেন তিনি। আমির খান ও জ্যাকি শ্রফের বিপরীতে নায়িকা–’রঙ্গিলা’ উর্মিলাকে দারুণভাবে গ্রহণ করেছিল দর্শক সেদিন। তারপর বহু ছবি। তারমধ্যে ‘জুদাই’-তে শ্রীদেবীর মতো শক্তিশালী অভিনেত্রীর সঙ্গে পাল্লা দেন তিনি। প্যার তুনে কেয়া কিয়া, এক হাসিনা থি, ভূত ইত্যাদি বাণিজ্যিক ছবিতে চূড়ান্ত সফল হন উর্মিলা। অন্যদিকে ‘সত্য’ বা ‘পিঞ্জর’ ছবিতে তাঁর গভীর ও সংবেদনশীল অভিনয় ক্ষমতার পরিচয় মেলে। এতকিছুর পরই হঠাৎ উধাও উর্মিলা। সম্প্রতি নিজের জন্মদিন পালন উপলক্ষে তারই কারণ খোলসা করেন তিনি। ‘সেক্স অ্যাপিল’ ট্যাগ পড়ে যাওয়ার পর একইরকম চরিত্রের অফার পেতে থাকেন তিনি–যে চরিত্রগুলোতে আর কিছু নেই সেক্স অ্যাপিল ছাড়া। বাধ্য হয়ে মানচিত্র থেকে নিজেকে সরিয়ে নেওয়া। তার সময়ের বলিউড নায়িকাদের মধ্যে ডান্সে  সেরা ছিলেন তিনি। সেই সূত্রেই ফিরলেন রিয়ালিটি শো ‘ঝলক দিখলা যা’-তে। আপাতত এটাই তাঁর কর্মক্ষেত্র। কিন্তু উর্মিলার ভক্তরা যে তাঁর অভিনয় দেখতে চান। কোনও পরিচালক এগিয়ে আসবেন কী ?