ক্লিক-এর মজাদার নিবেদন ‘নাটক করিস না তো’
হাতে হাতে স্মার্টফোন। তরুণ প্রজন্মের চোখ ইদানীং নিত্যনতুন ওয়েব সিরিজে। সারা বিশ্বের স্ট্রিমিং বিনোদন এখন হাতের মুঠোয়। সেইসব সিরিজ নিয়েই নানাকথা এই বিভাগে। বাংলা ভাষায় প্রথম স্কেচ কমেডি সিরিজ নিয়ে এল ক্লিক ওটিটি প্ল্যাটফর্ম। লিখেছেন মৃণালিনী ঠাকুর।
সিরিজের মেজাজের অনুষঙ্গেই পোস্টার ও ট্রেলারে পাওয়া গিয়েছিল কমেডির ভরপুর আয়োজন। ক্লিক ওটিটি প্ল্যাটফর্ম এর আগে মিনি সিরিজ এনে চমক দিয়েছিল। এবার দর্শকদের জন্য তাদের উপহার স্কেচ কমেডি সিরিজ। পাঁচ এপিসোডে বিন্যস্ত বাংলা ভাষার এই প্রথম স্কেচ কমেডি সিরিজের প্রতি এপিসোডে রয়েছে তিনটি করে স্কেচ, অর্থাৎ, মোট পনেরোটি স্কেচ। শিরোনাম ‘নাটক করিস না তো’। ইতিমধ্যেই স্ট্রিমিং শুরু হয়ে গিয়েছে পাঁচ পর্বের, পনেরোটি স্কেচের এই অভিনব কমিক সিরিজ।
প্রসঙ্গত, পরিচালক সৌমিত দেব জানিয়েছেন,”স্কেচ কমেডি নিয়ে বাংলায় কাজ করার ইচ্ছে ছিল বহুদিন ধরেই। তাই ক্লিক থেকে এমন একটা কিছু করতে বলায়, বেশ উৎসাহ পেলাম। এখানে আমরা ক্যানড লাফের মতো সাবেকি কিছু কমেডির টুল ব্যবহারে করেছি। স্কেচের বিষয়গুলো একেবারেই আমাদের চারপাশ থেকে উঠে এসেছে৷ পরীক্ষামূলক একটা কাজ, আশা করি দর্শকদের ভালো লাগবে।” থিয়েটারের আঙ্গিকে তৈরি এই সিরিজের লেখক, পরিচালক সৌমিত দেব স্বয়ং। কয়েকটি স্কেচের ক্ষেত্রে সহকারি লেখক হিসেবে কাজ করেছেন সাগ্নিক বসু ও শিলাদিত্য চট্টোপাধ্যায়। ‘নাটক করিস না তো’ প্রযোজনা করেছেন শান্তনু চট্টোপাধ্যায়।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেবরাজ ভট্টাচার্য, আভেরী সিংহ রায়, অনুজয় চট্টোপাধ্যায়, সবুজ বর্ধন, জয়তি চক্রবর্তী, সুস্নাত ভট্টাচার্য, কৌশানি মুখোপাধ্যায়, শ্বাশ্বতি সিনহা, জিৎ দাস, শিলাদিত্য চট্টোপাধ্যায়, সাগ্নিক বসু, প্রসূন সোম, পার্থপ্রতিম ব্যানার্জি, কৌশিক শীল প্রমুখর মতো বিভিন্ন বাংলা থিয়েটার দলের অভিনেতারাই। থিয়েটার ছাড়াও এঁদের অনেকেই ওয়েব সিরিজ ও বড় পর্দার জনপ্রিয় মুখ। চিত্রগ্রাহক দীপ্যমান ভট্টাচার্য। সম্পাদনা কৌস্তভ সরকার। মেক আপ সুইটি দাস ও মালবিকা প্রধান। আর্ট সুরজিৎ দাস। প্রচার রানা বসু ঠাকুর।
ক্লিক ওটিটি প্ল্যাটফর্মের অন্যতম কর্ণধার নীরজ তাঁতিয়া জানান, “ক্লিক সবসময়ই স্বল্প পরিসরের মধ্যে নানান পরীক্ষানিরিক্ষা করে থাকে কন্টেন্ট আর ফর্ম নিয়ে। ‘নাটক করিস না তো’ সেরকমই একটা প্রচেষ্টা। বাংলা ওটিটিতে প্রথমবার এই ধরণের কাজ হচ্ছে। এর আগে আমরা ক্লিক মিনি সিরিজ প্রস্তুত করেছি, যা স্বল্পদৈর্ঘ্যের গল্পের ফরম্যাটকে আরও প্রসারিত করে তুলেছে। দর্শক পছন্দও করেছে মিনি সিরিজ। আশা করি, আমাদের এই নতুন আয়োজন স্কেচ কমেডিও দর্শকদের ভালো লাগবে এবং মনোরঞ্জনের পরিসর আরও বিস্তৃত হয়ে উঠবে।”